Viral: বার্গার কিংয়ের খাবারে আধ-খাওয়া সিগারেট, আর কখনও যাবেন না, প্রতিজ্ঞা করলেন মা-মেয়ে
বার্গার কিংয়ের খাবার অর্ডার করেছিলেন এক তরুণী। আর সেই খাবারের মধ্যে পেলেন আধ-খাওয়া সিগারেট। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড়।

বার্গার কিংয়ের খাবার অর্ডার করেছিলেন এক তরুণী। আর সেই খাবারের মধ্যে পেলেন আধ-খাওয়া সিগারেট। তরুণীর মা জ়েন হলিফিল্ড জানিয়েছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপির মেরিডিয়ানের বার্গার কিং থেকে খাবার অর্ডার করেছিলেন তিনি এবং তাঁর সন্তান। চিকেন ফ্রাই এবং জালাপেনো পপার অর্ডার করেছিলেন তাঁরা। চার মিনিটের মধ্যেই ড্রাইভ করে তাঁরা বাড়ি পৌঁছে যান। আর বাড়ি গিয়ে যখন এক এক করে চিকেন ফ্রাইগুলি তাঁরা খেতে শুরু করেন, তখন তার মধ্যেই একটি থেকে মেন্থল সিগারেট পান।
স্থানীয় সংবাদমাধ্যমের কাছে জেন বলেছেন, “আমার মেয়ে চিকেন ফ্রাই এবং জালাপেনো পপার খেতেখুবই পছন্দ করে। আমরা যখনই ওই বার্গার কিংয়ে যাই, এই একটা খাবার অর্ডার করি বরাবরই। কিন্তু এবারে যখন ও খেতে শুরু করল, তখন থেকেই বলতে থাকে যে, সিগারেটের গন্ধ পাচ্ছে। কিন্তু আমিই ওকে বলি যে, কোথাও কোনও সিগারেট নেই। এটা ভুল ধারণা।”
এরপর তিনি আরও যোগ করে বললেন, “আমি ও আমার মেয়ে দুজনেই খেতে শুরু করলাম। তারপর থেকেই ওবলতে লাগে যে, সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে। ছয় নম্বর চিকেন ফ্রাই যেই খাওয়া শুরু করলাম, তখন দেখলাম সেখানে একটা আধ-খাওয়া সিগারেট।”
তাঁর কথায়, “ঘটনার পর আমার মেয়ে মানসিক ভাবে আঘাত পায়। এরপর থেকে আমরা আর কখনও ফাস্ট-ফুড চেইনে ফিরে যাব না বলে প্রতিজ্ঞা করেছি। পুরো বিষয়টা জানিয়ে দোকানে ফোন করি এবং সেখানে গেলে সম্পূর্ণ অর্থ ফেরতের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু আমি পরিষ্কার তাদের মুখের উপরে বলে দিই যে, আর কখনও এই দোকানে আসব না।”
তিনি সন্দেহ করছেন যে, সিগারেটটি হয় ইচ্ছাকৃতভাবে ব্যাগে লাগানো হয়েছিল বা এটি দুর্ঘটনাক্রমে একজন স্টাফ সদস্যের হাত থেকে পড়ে গিয়েছে। এদিকে বার্গার কিং-এর একজন মুখপাত্র দাবি করছেন, “এই ঘটনার কোনও প্রভাব বার্গার কিংয়ের উপরে পড়বে না। বার্গার কিংয়ের সমস্ত ফ্রাঞ্চাইজ়ি সম্মিলিত ভাবে তাদের অতিথিদের জন্য ন্যায্য মূল্যে একটি সুস্বাদু, সু-প্রস্তুত খাবার সরবরাহ করে।”





