Viral Video: একটি পা আর একটি ক্রাচ নিয়েই জীবনের লড়াইয়ে টিকে থাকার প্রয়াস, কুর্নিশ এই যোদ্ধাকে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 21, 2023 | 6:07 PM

Handicap Man Pulling Trolley: ভিডিয়োটি দেখলে আপনি মনের জোর পাবেন। যারা বিভিন্ন অজুহাতে জীবনে পিছিয়ে রয়েছেন তাঁরা অবশ্যই এই ব্যক্তির ভাইরাল ভিডিয়োটি দেখবেন যিনি বিশেষ ভাবে সক্ষম হওয়া সত্ত্বেও তাঁর দায়িত্ব খুব ভালভাবে পালন করছেন।

Viral Video: একটি পা আর একটি ক্রাচ নিয়েই জীবনের লড়াইয়ে টিকে থাকার প্রয়াস, কুর্নিশ এই যোদ্ধাকে

Follow Us

Latest Viral Video: মনের জোরে অনেক অসম্ভবও সম্ভব হয়ে যায় অনায়াসেই। এমন অনেক মানুষ আছেন যাদের সবকিছু আছে কিন্তু তাঁরা সাহসের অভাবে জীবনে হাল ছেড়ে দিয়েছেন। এই ধরনের মানুষ খুব দ্রুত জীবনে হতাশ হয়ে পড়েন। তবে সম্প্রতি এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যা আপনাকে অবাক করবে। একজন বিশেষ ভাবে সক্ষম ব্য়ক্তি নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন। ভিডিয়োটি দেখলে আপনি মনের জোর পাবেন। যারা বিভিন্ন অজুহাতে জীবনে পিছিয়ে রয়েছেন তাঁরা অবশ্যই এই ব্যক্তির ভাইরাল ভিডিয়োটি দেখবেন যিনি বিশেষ ভাবে সক্ষম হওয়া সত্ত্বেও তাঁর দায়িত্ব খুব ভালভাবে পালন করছেন।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন ব্য়ক্তি রাস্তার ভ্যান টানছেন। তবে আপনি হয়তো ভাববেন এতে নতুন কী আছে। কিন্তু দুঃখের বিষয় হল ব্য়ক্তিটির একটি পা নেই। যা আছে তা হল বিরাট মনের জোর। তিনি এক হাতে ক্রাচ ধরে অন্য হাতে ভ্যান টানছেন। তিনি এক পায়ের সাহায্যে ভ্যানটিকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। বিশেষ ভাবে সক্ষম হওয়া সত্ত্বেও ব্য়ক্তিটি মনের জোরে হার মানেননি।

সম্প্রতি @AamirKhanfa টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। শেয়ার হওয়ার পর থেকেই নজর কেড়েছে নেটিজেনদের। ইতিমধ্য়েই ভিডিয়োটি 70 হাজারেরও বেশি ভিউ পেয়েছে এবং অনেকে কমেন্ট করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন,”ভগবান ওনাকে অনেক দিন সুস্থ রাখুক।” এ বিষয়ে কমেন্ট করে আরও এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, “অনেকেই অনেক সংগ্রাম করে জীবন শেষ করে, এমন মানুষদের স্যালুট।” কেউ আবার লিখেছেন,”এই ব্যক্তিই আসল নায়ক।”

Next Article