Viral Video Today: প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্যে এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখলে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। আপনি নিশ্চয়ই অনেক ঘোড়াকে দৌড়ে দৌড়াতে দেখেছেন, কিন্তু আপনি কি কখনও ঘোড়াকে রাস্তায় পার্ক করা গাড়িতে আটকে থাকা দেখেছেন? ব্যাপারটা ঠিক পরিষ্কার হল না তো? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে গাড়ির পিছনে একটি ঘোড়া আটকে থাকতে দেখা যাচ্ছে। এই ঘোড়াটি গাড়ির পেছনে আটকে যেতেই চারপাশে মানুষের ভিড় জমে যায়। ভিডিয়োটি দেখে আপনি চমকে যাবেন। কীভাবে ঘোড়াটির এমন অবস্থা হল? ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, গাড়ির পেছনের কাঁচ ভেঙে ঘোড়ার সামনের দুই পা ভেতরে ঢুকে গিয়েছে। ঘোড়াটা খারাপভাবে আটকে পড়েছে। সে এতটাই ভয় পেয়েছে যে, তার শরীরে কোনও নড়াচড়া নেই। ভিডিয়োটি দেখে মনে হচ্ছে ঘোড়াটি নিশ্চয়ই সেই গাড়ির পেছনের দিক থেকে লাফ দিয়েছে। আর তাতেই তার পা কাঁচ ভেঙে গাড়ির পেছনের অংশে আটকে গিয়েছে। সেখানে উপস্থিত লোকজন অবাক হয়ে এ দৃশ্য দেখছেন। ঘোড়াটি কীভাবে আটকা পড়েছে তা পরীক্ষা করার জন্য গাড়ির মালিক গাড়ির গেট খুলে দেন, কিন্তু তিনিও বুঝতে পারেন না।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। প্রচুর মানুষ শেয়ার ও লাইক করেছেন। এক ব্যক্তি কমেন্ট করে লিখেছেন, “এর আগেও একটি ঘোড়া গাড়ির সামনের কাঁচ ভেঙে ভেতরে ঢুকেছিল, পরে অনেক চেষ্টার পর তা বের করা হয়।”