হিমাচলের পাহাড়ি রাস্তায় নিখুঁত ইউ-টার্ন, বাসচালক ‘রিয়েল হিরো’, বলছেন নেটিজেনরা

Dec 18, 2020 | 1:18 PM

হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস চালান ওই ব্যক্তি।

হিমাচলের পাহাড়ি রাস্তায় নিখুঁত ইউ-টার্ন, বাসচালক রিয়েল হিরো, বলছেন নেটিজেনরা
বাস চালকের এমন স্টান্ট দেখে সকলেই বলছেন, সাক্ষাৎ ‘সুপারম্যান’।

Follow Us

ঠিক যেন সিনেমা। গভীর খাদের পাশে সরু রাস্তায় আটকে গিয়েছে যাত্রী বোঝাই বাস। একটা অংশ প্রায় খাদে পড়ে যাওয়ার উপক্রম। সেই অবস্থাতেই কায়দা করে বাস ঘুরিয়ে ঠিকঠাক জায়গায় দাঁড় করালেন চালক। প্রাণে বাঁচলেন অনেক যাত্রী। আর বাস চালকের এমন স্টান্ট দেখে সকলেই বলছেন, সাক্ষাৎ ‘সুপারম্যান’। রিল লাইফের হিরোদের তুলনায় কোনও অংশে কম নন এই চালক।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাস চালকের ওই কসরত। যেভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাকিদের রক্ষা করছেন,তার জন্য এর মধ্যেই বিখ্যাত হয়েছেন তিনি। সকলে ধন্য ধন্য করছেন তাঁর নামে। কেউ বা বলছেন, ওই বাস চালক স্বয়ং ঈশ্বরের দূত। নইলে এভাবে সকলকে রক্ষা করতে পারতেন না।

জানা গিয়েছে, হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস চালান ওই ব্যক্তি। খাদের ধারে তিনি যখন বাসের ব্যালান্স করতে ব্যস্ত, তখন দূর থেকে গোটা ঘটনা ভিডিও করেছিলেন কয়েকজন। চার মিনিট ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে স্পষ্ট বোঝা গিয়েছে যে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে এক্সপার্ট ওই চালক। নাহলে অত সরু রাস্তায় বাস ঘুরিয়ে সঠিক জায়গায় দাঁড়াতে পারতেন না।

ওই ভিডিতে দেখা গিয়েছে, খাদের দিকে প্রায় ঝুলছে বাসের পিছনের অংশ। সেই অবস্থাতেই বাস ঘুরিয়ে ঠিক জায়গা দাঁড় করানোর চেষ্টা করছেন চালক। বাস আগে-পিছে করতে গিয়ে একবার যেন সামনের পাহাড়ের গায়ে আটকেও গিয়েছিল বাসের কিছুটা অংশ। তবে শেষ পর্যন্ত সফল হয়েছেন বাস চালক।

ফেসবুকে ইনক্রেডিবল হিমাচল নামের একটি পেজে শেয়ার করা হয়েছে এই ভিডিও। ইতিমধ্যেই প্রচুর মানুষ ওই ভিডিও দেখেছেন। তারিফ করেছেন চালকের দক্ষতার। কেউ কেউ বলেছেন এই চালকের থেকে অনেকেরই ড্রাইভিং স্কিল শিখে নেওয়া উচিত। উনি সত্যিই হিরো।

Next Article