Viral Video: পর্দার সেই অ্যানাকন্ডা এবার বাস্তবের মাটিতে, বিশালাকার সাপের ভিডিয়ো দেখলে ঘুম উড়বে!

Viral Video Today: 'অ্যানাকন্ডা' সিনেমাটা কি দেখেছিলেন আপনি? তাহলে নিশ্চয়ই বিরাট সাপটা আপনাকে ঘুমঘোরেও তাড়িয়ে বেরিয়েছিল। এবার ঠিক সেরকমই একটা সাপের সন্ধান মিলল সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই সাপটিও একটি অ্যানাকন্ডা। একটি ফাঁকা জমিতে দেখা গেল, বিশালাকার সেই সাপটি হেঁটে-চলে বেড়াচ্ছে।

Viral Video: পর্দার সেই অ্যানাকন্ডা এবার বাস্তবের মাটিতে, বিশালাকার সাপের ভিডিয়ো দেখলে ঘুম উড়বে!
ঠিক যেন সিনেমার মতো।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 28, 2023 | 8:07 PM

Latest Viral Video: সাপ দেখলে আমরা আঁতকে উঠি। তা সে যে সাপই হোক আর যেমন প্রজাতিরই হোক, তার বিষ থাকুক আর না থাকুক। ‘অ্যানাকন্ডা’ সিনেমাটা কি দেখেছিলেন আপনি? তাহলে নিশ্চয়ই বিরাট সাপটা আপনাকে ঘুমঘোরেও তাড়িয়ে বেরিয়েছিল। এবার ঠিক সেরকমই একটা সাপের সন্ধান মিলল সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই সাপটিও একটি অ্যানাকন্ডা। একটি ফাঁকা জমিতে দেখা গেল, বিশালাকার সেই সাপটি হেঁটে-চলে বেড়াচ্ছে। ওই অ্যানাকন্ডাকে (Anaconda) দেখলে আপনার ঘুম উড়ে যেতে পারে। ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

ইনস্টাগ্রামে Wildlife Photography নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা গেল, সাপটির এমন বিশাল আকার যার জেরে সে চলাফেরা করতে পারছে না। ভিডিয়োর কমেন্ট সেকশনে উল্লেখ করা হয়েছে, বিশালাকার এই অ্যানাকন্ডা সাপটি দেখা গিয়েছিল ব্রাজ়িলে।

সাপটি এতটাই বড় যে আপনার সেই অ্যানাকন্ডা সিনেমার কথাটা মনে পড়ে যাবে। সারা গায়ে তার ডোরাকাটা দাগ, পাইথনগুলির ক্ষেত্রে যেমনটা হয়ে থাকে। সাপটি আকারে এবং আয়তনে এতটাই বড় যে ঘাসের জমিতে চলাফেরা করতে গিয়ে তাকে রীতিমতো বেগ পেতে হচ্ছে। অত্যন্ত ধীর গতিতেই সে এগিয়ে চলেছে।


ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “ব্রাজ়িলে বিশালাকার একটি অ্যানাকন্ডা দেখা গেল।” গত 18 এপ্রিল ভিডিয়োটি শেয়ার করা হয়েছিল ওই ইনস্টা পেজ থেকে। প্রায় 70,000-এরও কাছাকাছি ভিউ হয়েছে ভিডিয়োটির। বহু মানুষ সেই ভিডিয়োতে কমেন্ট করেছেন। একজন লিখেছেন, “সাপটিকে দেখার পর ব্রাজ়িল এখন আমার বাকেট লিস্টে রয়েছে।” আর একজন যোগ করেছেন, “এখনই আমাকে ব্রাজ়িলের জন্য একটা প্লেন টিকিট কেটে দিন।”

আর একজন লিখছেন, “ব্রাজ়িলেই মনে হয় অ্যানাকন্ডা সাপগুলি প্রাকৃতিক উপায়ে বেঁচে থাকতে পারে। তবে আমার মনে হয় না এই সাপটা বেশি দিন বাঁচবে। অনেক বয়স হয়েছে এর। আকার এবং আয়তনও বিরাট। তাই ভাল করে সে চলাফেরা করতে পারছে না।” যদিও কেউ কেউ আবার দাবি করেছেন, এটি একটি ভুয়ো ভিডিয়ো। এডিটিংয়ের কারসাজিতে সাপটিকে এতটা মোটা করা হয়েছে বলে তাঁদের দাবি।