Viral Post: কলকাতায় তুষারপাত? বরফের চাদরে ভিক্টোরিয়া থেকে হাওড়া ব্রিজ…ভাইরাল ছবি দেখে উচ্ছ্বসিত শহরবাসী

Snowfall At Kolkata: রাস্তাঘাট, ট্রামলাইন থেকে শুরু করে হলুদ ট্যাক্সি, সব ঢেকে গিয়েছে বরফে। ভাবছেন তো, হলটা কী? তবে এই অসম্ভবকে সম্ভব করেছেন অংশুমান চৌধুরী নামে একজন শিল্পী।

Viral Post: কলকাতায় তুষারপাত? বরফের চাদরে ভিক্টোরিয়া থেকে হাওড়া ব্রিজ...ভাইরাল ছবি দেখে উচ্ছ্বসিত শহরবাসী
কলকাতা শহরে বরফ পড়ছে!

| Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 06, 2023 | 1:44 PM

Kolkata Snowfall Viral Post: বিগত দু-তিন দিন কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা। যদিও তীব্র শীতের কাঁমড় সম্পূর্ণ ভারতজুড়েই। কিন্তু তাই বলে কলকাতা (Kolkata) শহরে বরফ পড়ছে! এমন দৃশ্যও দেখা যায়? বরফে ঢেকে গিয়েছে ভিক্টোরিয়া চত্বর! শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এমনকি নেতাজি সুভাষের মূর্তির গায়েও তুষারপাত (Snow fall) হয়েছে! রাস্তাঘাট, ট্রামলাইন থেকে শুরু করে হলুদ ট্যাক্সি, সব ঢেকে গিয়েছে বরফে। ভাবছেন তো, হলটা কী? তবে এই অসম্ভবকে সম্ভব করেছেন অংশুমান চৌধুরী নামে একজন শিল্পী। আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স ব্যবহার করে ডিজিটাল তুলির টানে কলকাতাকে সাদা চাদরে ঢেকেছেন তিনি। শুধু কলকাতা নয় দিল্লির বিখ্যাত ইন্ডিয়া গেট এবং পুরানো দিল্লির গলিকেও পরাবাস্তবে নিয়ে গিয়েছেন তিনি। তাই এখন কেউ যদি বলে ‘জমে বরফ হয়ে যাচ্ছি’ তা হলে খুব একটা ভুল নেই তাতে।

বরফে ঢাকা ছবি দেখে হেসে গড়িয়েছেন নেটিজেনরা। দেখলে মনে হয় যেন কোনও সিনেমার দৃশ্য। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কলকাতায় তুষারপাতের কাল্পনিক সেই ছবি। ছবিতে দেখা যাচ্ছে, তুষারে ঢেকে আছে হাওড়া ব্রিজ, ট্রাম। ছবিগুলি পোস্ট করার পর থেকেই রীতিমতো ভাইরাল। নিজের পোস্টে অংশুমান চৌধুরী লিখেছেন, ‘ ভারি তুষারপাতের সময় নতুন ও পুরনো দিল্লি কেমন হবে? সব সময় ভাবতাম। আর এখন এআই আমাকে এটা দেখতে সাহায্য করেছে।’

ছবিগুলি দেখে এক নেটিজেন লিখেছেন, “ছবিগুলো দেখতে একেবারে স্বপ্নের মতো।” আর একজন অবাক হয়ে লিখেছেন, “কলকাতার মানুষ দার্জিলিং, মানালি, সিমলা ছোটেন শীত পড়লেই সেই কলকাতাবাসী বরফ দেখছেন শ্যামবাজার মোড়ে। আপনি অসম্ভবকে সম্ভব করেছেন।” অন্য় একজন লিখেছেন, “আপনার আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের ব্যবহার নিখুঁত।”