Latest Viral Video: ‘3 ইডিয়টস’-এর সেই আইকনিক দৃশ্যটি বোধহয় কেউ কোনও দিন ভুলতে পারবেন না। রাজুর (শরমন যোশি) অসুস্থ বাবাকে স্কুটারে (Scooter) বসিয়ে হাসপাতালে নিয়ে যান আমির খান (র্যাঞ্চো) এবং করিনা কাপুর (পিয়া)। কারণ, অ্যাম্বুল্যান্স (Ambulance) সময় মতো পৌঁছতে পারেনি। ব্লকবাস্টার সিনেমাটি মুক্তি পাওয়ার প্রায় এক দশক পরে এবার বাস্তবেও এমন একটা দৃশ্য দেখা গিয়েছে। সেই ভিডিয়ো দেখা মাত্রই নেটিজ়েনদের মাথায় ঘোরাফেরা করছে ‘3 ইডিয়টস’ (3 Idiots)-এর সেই দৃশ্য। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিয়ো।
র্যাঞ্চো এবং পিয়া-র মতোই দুই বন্ধু তাঁদের স্কুটারের মাঝখানে এক অসুস্থ ব্যক্তিকে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। ইনস্টাগ্রাম ভ্লগার শালু কাশ্যপ সে সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনিই এই ভিডিয়োটি ক্যাপচার করেছেন। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ার হটকেক!
ভিডিয়োটি শেয়ার করে তার ক্যাপশনে শালু লিখছেন, “3 ইডিয়টস যখন বাস্তবেও দেখা যায়।” ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। খুব অল্প সময়ের মধ্যেই ইনস্টাগ্রামে এই ভিডিয়ো 4 লাখের কাছাকাছি ভিউ ছুঁতে চলেছে। কয়েক লক্ষ মানুষ ভিডিয়োটি দেখে ফেলেছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভিডিয়োর কমেন্ট সেকশনে নানাবিধ নস্ট্যালজিক কমেন্ট করেছেন।
একজন লিখছেন, “ভিডিয়োটি দেখার পরে জানে নেহি দেঙ্গে তুঝে গানটা আমার কানে বাজছে।” আর একজন যোগ করে বলছেন, “এতো রাজু রস্তোগির বাপ!”
তবে কেউ কেউ আবার শালু কাশ্যপকে তীব্র ভর্ৎসনা করেছেন। তাঁরা বলছেন, এই মানুষটাকে কি কোনও ভাবে গাড়িতে লিফ্ট দেওয়া যেত না, ভিডিয়ো করার পরিবর্তে। একজন ক্ষোভ উগরে দিয়ে বললেন, “থ্রি ইডিয়টসের রিলস না করে অসুস্থ মানুষটাকে লিফ্ট দিতে পারতেন।” আর একজন জুড়লেন, “এই পৃথিবীতে সব মানুষের কাছে তো আর গাড়ি থাকতে পারে না। যাঁদের নেই, তাঁদের বিপদের সময় সাহায্য করা উচিত। আর কখনই মজা করবেন না তাঁদের নিয়ে।”