Latest Viral Video: এ সোশ্যাল মিডিয়া এক অদ্ভুত জায়গা বটে। এখানে এক-এক সময় এমন কিছু ভিডিয়ো আমরা দেখতে পাই, যা আমাদের চোখ কপালে তুলে দেয়। তবে এই কথাটাও অস্বীকার করার উপায় নেই যে, সোশ্যাল মিডিয়ার দৌলতেই আজরাল আমরা দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাদের সন্ধান পাই। তা সে ভুবন বাদ্যকরের বাদাম বিক্রি করার মন ভোলানো সুর হতে পারে বা হতে পারে সেই গোবিন্দার গানে নেচে ইন্টারনেটের সেনসেশন হওয়া ডান্সিং আঙ্কল। বারে বারে সোশ্যাল মিডিয়া এরকম সব প্রতিভাদের সন্ধান আমাদের দিতে থাকে। সেরকমই এক মহিলার খোঁজ দিল আজকের নেটপাড়া। পিছন ফিরে একবারও না তাকিয়ে বজরংবলীর ছবি এঁকে দিলেন ওই মহিলা। অসামান্য সেই ছবি দেখে নেটিজ়েনরা অবাক হয়ে গিয়েছেন।
ইনস্টাগ্রামে পুনম অকাদেমির পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। দেখে মনে হচ্ছে যেন, এটি ওই মহিলার অফিসিয়াল অ্যাকাউন্ট। ক্লিপটিতে দেখা গেল, দুই হাতে দুটি চক নিয়ে পিছনের কালো ক্যানভাসের দিকে না তাকিয়েই হনুমানের ছবি এঁকে গেলেন তিনি। আপনি দেখলে অবাক হয়ে যাবেন, একবারও তাঁকে পিছনের ব্ল্যাক বোর্ডের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়নি। ছবিটি সত্যিই যেন অসাধারণ হয়েছে। সময় নিয়েছেন মাত্র কয়েক সেকেন্ড। খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
প্রতিবেদনটি লেখার সময়ই ভিডিয়োর লাইক 1 লাখ 20 হাজার ছাপিয়ে গিয়েছে। ভিউ হয়েছে তার দ্বিগুণ প্রায়। হাজার-হাজার মানুষ এই ভিডিয়োতে কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘আপনার শিল্পকলাকে স্যালুট জানাই।’ আর একজন জুড়লেন, ‘আপনার মতো লোকদের আরও বেশি করে প্রচার প্রয়োজন এই দেশে। সত্যিই ভারতের প্রতিটা প্রান্তে কিছু না কিছু প্রতিভা লুকিয়েই আছে।’
ওই মহিলার ইনস্টা পেজ থেকে বিভিন্ন সময় আরও বিভিন্ন ভিডিয়ো শেয়ার করা হয়। পেজের বর্ণনায় লেখা হয়েছে, ‘Art in the my life’। ইউটিউবে তাঁর 300K+ সাবস্ক্রাইবার রয়েছে।