Latest Viral Video: যাতায়াতের জন্য একাধিক পথ উন্মুক্ত হয়ে গেলেও দেশের একটা বড় অংশের মানুষ এখন ট্রেনে করেই এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটে যান। স্বল্প দূরত্ব হোক বা দীর্ঘ দূরত্ব, ভারতীয় রেলের নেটওয়ার্ক সর্বত্র ছড়িয়ে রয়েছে। ট্রেনে ভ্রমণ যতটা সুবিধাজনক, ঠিক সেরকম ভাবেই সামান্য অসাবধানতায় বড়সড় বিপদ ঘটতে পারে। ট্রেনের সামনে সেলফি তোলার হিড়িক, বিপজ্জনক স্টান্ট দেখানো, এসব কিছু করতে গিয়ে প্রতিনিয়তই প্রায় মৃত্যুর খবর সামনে আসে। এসব দুর্ঘটনার বেশির ভাগই ঘটে মানুষের অসতর্কতার কারণে। হাজার নিষেধ, বারণ সত্ত্বেও মানুষ বারবার করে এমন ভুল করে থাকে।
ট্রেনে ভ্রমণের সময় যাত্রীদের বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়। তাদেরই নিরাপত্তার জন্য এই নির্দেশগুলি কার্যকর করা হয়। চলন্ত ট্রেন থেকে নামা কতটা বিপজ্জনক হতে পারে, তার ব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরা হয়। কিন্তু, তারপরেও কি মানুষ সতর্ক? এই সব নিষেধাজ্ঞা শোনার সময় কার আছে? সব নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অমান্য করে মানুষ চলন্ত ট্রেনে উঠছেন, নামছেন, বেপরোয়া ভাবে সেলফি তুলছেন, আর নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছেন!
সম্প্রতি একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, চলন্ত ট্রেন থেকে নামার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। এ দেশেরই কোনও এক প্রান্তের ট্রেন থেকেই সেই ভিডিয়োটি তোলা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করছেন এক ব্যক্তি। যথেষ্ট গতি ছিল সেই ট্রেনের, দ্রুততার সঙ্গেই ছুটছিল। কিন্তু তারপরেও সেই চলন্ত ট্রেন থেকে নামার সিদ্ধান্ত নেয় দায়িত্বজ্ঞানহীন সেই লোকটি। মুহূর্তে ভোগ করতে হয় ভুল সিদ্ধান্তের ফল। আর একটু হলেই ট্রেনের তলায় চলে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারত তাঁর।
চলন্ত ট্রেন থেকে তিনি নামার চেষ্টা করলেন। নামলেনও, লাইনের পাথরের সঙ্গে কিছুটা গড়াগড়ি খেলেন। ক্ষণিকের জন্য যেন মনে হল, তার পুরো শরীরটাই ট্রেনের নিচে চলে এসেছে। কিন্তু সৌভাগ্যক্রমে তিনি দুর্ঘটনা এড়িয়ে বেঁচে যান। অল্পের জন্য ট্র্যাক থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে যান। সে সময় আর যেসব মানুষজন ট্রেনে সফর করছিলেন, তাঁরাই ভিডিয়োটি রেকর্ড করেন। সেই ভিডিয়োই এখন চূড়ান্ত ভাইরাল। নেটিজ়েনরা ওই ব্যক্তিকে তীব্র ভর্ৎসনা করেছেন।