Viral Video: জলের নিচে জাগুয়ারের ভেসে থাকার অসামান্য কায়দা দেখে নেটপাড়ায় একরাশ বিস্ময়!
Viral Video Today: পুলের নিচে সাঁতার কাটছে একটি জাগুয়ার। অনেকেই হয়তো জাগুয়ারর একাধিক ক্ষমতা সম্পর্কে ওয়াকিবাহল। কিন্তু সে যে জলতলে এভাবে সাঁতার কাটতে পারে, তা অনেকের ধারণারও বাইরে ছিল। সেই ভিডিয়ো দেখার পরেই এখন অনেকে অবাক হয়ে গিয়েছেন।
Latest Viral Video: জাগুয়ার যে বড় শিকারী তা আমরা একাধিক বার, একাধিক ভিডিয়োতে দেখেছি। খাদ্যশৃঙ্খলের শীর্ষে থাকতে কোনও কসরতই বাকি রাখে না তারা। জাগুয়ারের কামড়ও চিতা বা লেপার্ডের থেকে অনেকটাই বেশি শক্তিশালী। শিকারের জন্য তারা সবথেকে বেশি পরিমাণে তাদের দাঁতকেই কাজ লাগায়। এমনকি, তাদের কামড় কচ্ছপের শক্ত কোষ বা কুমিরের মোটা চামড়া ভেদ করার জন্যও যথেষ্ট শক্তিশালী। এহেন জাগুয়ার যে ভাল সাঁতারু, তা কি আপনি জানতেন?
একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, পুলের নিচে সাঁতার কাটছে একটি জাগুয়ার। অনেকেই হয়তো জাগুয়ারর একাধিক ক্ষমতা সম্পর্কে ওয়াকিবাহল। কিন্তু সে যে জলতলে এভাবে সাঁতার কাটতে পারে, তা অনেকের ধারণারও বাইরে ছিল। সেই ভিডিয়ো দেখার পরেই এখন অনেকে অবাক হয়ে গিয়েছেন।
Jaguars are excellent swimmers pic.twitter.com/AUYx1z4WNn
— The Best (@ThebestFigen) July 22, 2023
টুইটারে @ThebestFigen নামক একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। গত 23 জুলাই ভিডিয়োটি শেয়ার করা হয়েছিল। এর মধ্যেই তার ভিউ 522.8K ছাপিয়ে গিয়েছে। ভিডিয়োতে দেখা গেল, জাগুয়ারটি জলে ভাসতে ভাসতে তার খাবার খেতে থাকে। তারপর নির্বিঘ্নেই সে জলে সাঁতার কাটতে থাকে।
নেটিজ়েনরা নানাবিধ মন্তব্য করেছেন। কেউ বলেছেন, ‘জাগুয়ারটা কি জলের নিচের খাবার খাচ্ছে?’ আর একজন যোগ করে বললেন, ‘প্রাণীটা কি মাছ খাচ্ছিল নাকি কাঁকড়া?’ জাগুয়ারের সাঁতার কাটার এহেন কায়দা দেখে বিস্ময়কর মন্তব্য করেছেন নেটিজ়েনরা।