Viral Post: “ট্রাফিকে হর্ন বাজালে কী হয়?” অটোর পিছনে KBC স্টাইলে সচেতনতার বার্তা, অবাক নেটদুনিয়া
Honking Hurts In KBC Style: দিল্লির একটি অটো রিক্সার (Auto Rickshaw) ব্যানারে দেখা গেল, ট্রাফিক জ্যামের সময় হর্ন বাজানোর প্রভাব সম্পর্কে সরাসরি প্রশ্ন করতে, তাও আবার কেবিসি অর্থাৎ কউন বনেগা ক্রোড়পতির স্টাইলে।

কউন বনেগা ক্রোড়পতি (Kaun Banega Crorepati), যার সঞ্চালক বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, তা দেশের অন্যতম জনপ্রিয় গেম শোগুলির একটি। যেভাবে এই কুইজ় প্রোগ্রামে প্রশ্ন করা হয়, তার ধরনটা অনেকেরই খুব পছন্দের। সেই প্রশ্নপত্রের ধরনও যেমন অনেকের পছন্দের, তেমনই আবার পছন্দের গেমের ফর্ম্যাটও। এবার দিল্লির একটি অটো রিক্সার (Auto Rickshaw) ব্যানারে দেখা গেল, ট্রাফিক জ্যামের সময় হর্ন বাজানোর (Honking) প্রভাব সম্পর্কে সরাসরি প্রশ্ন করতে, তাও আবার কেবিসি অর্থাৎ কউন বনেগা ক্রোড়পতির স্টাইলে।
তিন চাকা গাড়িটির পিছনের যে ব্যানার পরিলক্ষিত হয়েছে, তাতে লেখা, “ট্রাফিকে হর্ন বাজালে কী হয়?” ঠিক কেবিসির স্টাইলেই প্রশ্নটি লেখা হয়েছে। আর তাতে চারটি অপশনও দেওয়া হয়েছে।
যে চারটি অপশন সেখানে দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে-
A) লাইট জলদি গ্রিন হোতি হ্যয় (দ্রুত ট্রাফিক লাইট সবুজ হয়ে যায়),
B) সড়ক চওড়ি হো যাতি হ্যয় (রাস্তা চওড়া হয়ে যায়)
C) গাড়ি উড়নে লগতি হ্যয় (গাড়ি উড়তে শুরু করে)
D) কুছ নেহি (কিছুই হয় না)।
ট্যুইটারে এক ব্যবহারকারী এই ছবিটি পোস্ট করেছেন। আর তার ক্যাপশনে লিখেছেন, “অসাধারণ। একটি তিন চাকা গাড়িতে দেখা গিয়েছে।”
এখন এই ছবি যে ভাবেই শেয়ার করা হোক না কেন, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেছে। গাড়িতে অনেক ক্ষণ ধরে হর্ন বাজানো যে কত বড় সমস্যার সৃষ্টি করে, সেই সহজ প্রশ্নটা তুলে দিয়েছে এমন মজাদার একটা ব্যানার। একজন ইউজার লিখছেন, “কেবিসি মডেলে প্রশ্ন… অনুপ্রাণিত হওয়ার মতো একটা পোস্ট। অনবদ্য ভাবনা। পাশাপাশি এই পোস্টের মধ্যে তুলে ধরা হয়েছে, পরিস্থিতি কতটা সংকটজনক হতে পারে।”
এদিকে কেবিসি আবার ছোট পর্দায় ফিরতে চলেছে। তার প্রথম পর্বেই দেখা যাবে বলিউড অভিনেতা আমির খানকে। এবার কেবিসির হট সিটে বক্সার মেরি কমকেও দেখা যাবে গেস্টের আসনে। এবার স্বাধীনতার 75 বছর উপলক্ষ্যে 1 কোটি টাকার আগেই 75 লাখ টাকা পুরস্কারমূল্যের প্রশ্নও নিয়ে আসা হচ্ছে কেবিসিতে।





