Viral Video: একা হাতে কুয়ো খুঁড়লেন, মাটি কেটে পরিষ্কারও করলেন কেরলের এই যুবক

ভিডিয়োতে দেখা গিয়েছে, কুয়ো খোঁড়ার জন্য মাটি কাটতে হয়েছে ওই ব্যক্তিকে। একা হাতেই মাটি কেটেছেন তিনি। তারপর সেইসব মাটি সরিয়েওছেন নিজেই।

Viral Video: একা হাতে কুয়ো খুঁড়লেন, মাটি কেটে পরিষ্কারও করলেন কেরলের এই যুবক
ছবি প্রতীকী

| Edited By: Sohini chakrabarty

Jun 18, 2021 | 1:39 PM

সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই। একথাই আরও একবার প্রমাণ করে দিয়েছেন কেরলে এক ব্যক্তি। একা হাতে দিনের পর দিন কঠিন পরিশ্রম করে একটা কুয়ো খুঁড়ে ফেলেছেন তিনি। ওই ব্যক্তির কুয়ো খোঁড়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর কঠোর পরিশ্রমের জন্য কুর্নিশ জানিয়েছেন নেটিজ়েনরা। ‘ওয়ান ম্যান আর্মি’ খেতাবও পেয়েছেন কেরলের ওই ব্যক্তি। টুইটারে প্রথম ভাইরাল হয়েছিল এই ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছিল, এক হাতে বেশ গভীর একটা কুয়ো খুঁড়েছেন ওই ব্যক্তি। এরপর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, কুয়ো খোঁড়ার জন্য মাটি কাটতে হয়েছে ওই ব্যক্তিকে। একা হাতেই মাটি কেটেছেন তিনি। তারপর সেইসব মাটি সরিয়েওছেন নিজেই। টুইটারে ভাইরাল হওয়া ভিডিয়োতে  দেখা গিয়েছে, কোদাল হাতে কুয়োর নীচ থেকে মাটি কাটছেন ওই ব্যক্তি। তার পাশেই দড়িতে করে ঝোলানো রয়েছে। সেই ঝুড়িতে রাখা হচ্ছে মাটি। একটা কপিকলের সাহায্যে বেশ কয়েকটা দড়ি সংযুক্ত রয়েছে ওই ঝুড়ির সঙ্গে। মাটি রাখার পর দেখা গিয়েছে, ওই ব্যক্তি পা দিয়ে মাটির লেভেল সমান করে দিচ্ছে ঝুড়ির উপর, যাতে গুঁড়ো গুঁড়ো মাটিও না পড়ে।

আরও পড়ুন- Viral Video: গায়ের জোরে উল্টে যাওয়া গাড়ি সোজা করলেন মুম্বইয়ের আমজনতা, দেখুন ভিডিয়ো

এরপর দেখা গিয়েছে, দড়ি টেনে টেনে ঝুড়ি ভর্তি মাটি কুয়োর উপরে তুলেছেন ওই ব্যক্তি। তারপর অদ্ভুত কায়দায় আর একটা দড়ি টেনে ঝুড়ির মাটি ফেলে দিয়েছেন পাশেই জড়ো করে রাখা মাটির স্তূপের উপর। পুরো কর্মকাণ্ড দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বেশ প্ল্যানমাফিক এই কুয়ো খোঁড়ার কাজ শুরু করেছেন এই ব্যক্তি। নেটিজ়েনদের অনেকেই বলছেন, ‘দারুণ ইঞ্জিনিয়ার’। কেউ বা বলছেন, ‘ওনার কঠোর পরিশ্রম সত্যিই অনুপ্রেরণা দেওয়ার মতো।’ অনেকে আবার বলেছেন, ‘আত্মনির্ভর ভারতের আদর্শ উদাহরণ। ওনার কাজ সত্যিই প্রশংসনীয়।’ একা হাতে কুয়ো কাটা এবং মাটি পরিষ্কার সব কাজ দেখে কেরলের এই ব্যক্তির প্রতি যারপরনাই মুগ্ধ নেটিজ়েনরা।