King Cobra vs Mongoose: সাপ ও নেউলের বিরাট লড়াই, রোমহর্ষক ভিডিয়ো, ফলাফল জানতে দেখতেই হবে…

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 14, 2022 | 8:02 PM

Latest Viral Video: সবসময় যে বেজি একটা সাপকে কেটে ফেলবে, এমনটা না-ও হতে পারে। ঠিক যেমনটা সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে। কর্দমাক্ত একটি মাঠে ভয়ানক লড়াই দেখা গেল বিরাট কোবরা ও বেজিকে। তার ফলাফল জানতে আপনাকে শেষ পর্যন্ত এই ভিডিয়োটি দেখতে হবে।

King Cobra vs Mongoose: সাপ ও নেউলের বিরাট লড়াই, রোমহর্ষক ভিডিয়ো, ফলাফল জানতে দেখতেই হবে...
সাপ ও নেউলের বিরাট লড়াই।

Follow Us

Viral Video Today: বেজি দেখতে ছোট্ট, কিউট! কিন্তু তার ক্ষমতায় অবাক হয়ে যেতে হয়। এমনই ক্ষমতা তার যে সাপকে দাঁত দিয়ে কেটে ফেলতে বিন্দুমাত্র সময় লাগে না। তবে সবসময় যে বেজি একটা সাপকে কেটে ফেলবে, এমনটা না-ও হতে পারে। ঠিক যেমনটা সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে। কর্দমাক্ত একটি মাঠে ভয়ানক লড়াই দেখা গেল বিরাট কোবরা ও বেজিকে। তার ফলাফল জানতে আপনাকে শেষ পর্যন্ত এই ভিডিয়োটি দেখতে হবে।

ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, বিশাল কোবরার সঙ্গে প্রাণপণে লড়াই চালিয়ে যাচ্ছে ছোট্ট একটি ধূসর ভারতীয় বেজি। কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। কখনও সাপ ছোবল মারার চেষ্টা করতে যাচ্ছে, কখনও আবার বেজিটি ওই সাপের শরীরে কামড় দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কিছু সাপটিকে বাগে আনতে পারছিল না বেজিটি।


পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছয় যে, ওই ছোট্ট প্রাণীটিকে স্ট্র্যাটেজি বদলাতে হয়। উল্টো দিক থেকে ঘুরে এসে সাপের সামনাসামনি ধরা দিতে হয় বেজিটিকে। কিন্তু তাতেও লাভের লাভ কিছু হয় না। শেষমেশ সাপ ও নেউলের এই খেলার ফলাফল অমীমাংসিতই থেকে যায়।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘ওয়াইল্ডানিমলিয়া’ নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে: ‘মঙ্গুজ় বনাম কোবরা’। ওই পেজ থেকে ভিডিয়োর আসল আপলোডারকেও কৃতিত্বও দেওয়া হয়েছে। ভিডিয়োটি এখন এতটাই ভাইরাল হয়েছে যে, তার ভিউ 218k ছাপিয়ে গিয়েছে।

Next Article