Latest Viral Video: এই সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিয়ো আমাদের নজরে আসে যা অবাক করে দেয়। অপ্রত্যাশিত ভাবেই সেই ভিডিয়োগুলি হাজির হয় আমাদের সামনে। ব্যাপক ভাবে ভাইরাল হয় সেই সব ভিডিয়ো। তেমনই একটি ভিডিয়ো নেটপাড়ায় রীতিমতো হইহই রব ফেলে দিয়েছে। সেখানে দেখা গিয়েছে, রেললাইনের আশপাশে প্রচুর মানুষ ফোন নিয়ে অপেক্ষা করে আছেন। কিন্তু কেন তাঁরা স্রেফ একটা ট্রেনের ছবি তুলতে যাবেন? ট্রেনটি কি দেখতে খুবই সুন্দর? তাহলে তো স্টেশনে গিয়েই ছবি তোলা যেত? এভাবে প্রাণ বিপন্ন করে রেললাইনের পাশে গিয়ে ক্যামেরা নিয়ে হাপিত্যেশ নয়নে চেয়ে থাকার মানেটা কী? কিছুক্ষণ পরে যখন ট্রেনটা এল, তখনই ধোঁয়াশা কাটল। আসলে ওই ট্রেনে (Train) মূলত প্রেমিক-প্রেমিকারাই সফর করেন। আর তাঁরা সেই চলন্ত ট্রেনে বড্ড ঘনিষ্ঠ ভাবে থাকেন। ভিডিয়োতেও দেখা গিয়েছে, ট্রেনের দরজায় যুগলে দাঁড়িয়ে রয়েছেন এক্কেবারে চুম্বনরত (Kissing) অবস্থায়।
ভিডিয়োটা শুরু হতেই দেখা গেল, ঘন জঙ্গলের মাঝে একটি রেললাইনের দুই পাশে সার দিয়ে মানুষজন দাঁড়িয়ে আছেন। তাঁদের সকলের হাতে ক্যামেরা। পুরুষ-মহিলা নির্বিশেষে সকলেই সেখানে দাঁড়িয়ে আছেন। এমনই সময় ধোঁয়া ওড়াতে ওড়াতেই হাজির হয় ট্রেনটি। আর ট্রেনটা সামনে আসতেই দেখা যায় বিরল দৃশ্য।
ট্রেনের দরজায় দাঁড়িয়ে রয়েছেন যুগলরা। তাঁদের কেউ একে অপরকে জড়িয়ে ধরে আছেন। কেউ আবার চুম্বন করছেন চলন্ত ট্রেনেই অত্যন্ত বেপরোয়া ভাবে। ট্রেনের ভিতরেও নজর গেলে দেখা যায়, যুগলরা অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে বসে আছেন। ট্রেনটির কোনও কামড়ার দরজায় আবার একাকী মহিলা দাঁড়িয়ে রয়েছেন। যদিও এই ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
ইনস্টাগ্রামে virl_india_xyz নামক একটি পেজ থেকে ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ভিডিয়োর সঙ্গেই একটি টেক্সট জুড়ে দেওয়া হয়েছে, যাতে লেখা ‘OYO TRAIN’। এদিকে আবার ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “এবার বাজারে OYO Train-ও এসে গেল।” প্রায় 7 লাখেরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। প্রচুর মানুষ ভিডিয়োতে মজাদার প্রতিক্রিয়া জানিয়েছেন।
কেউ এই ভিডিয়ো দেখে বলছেন, “এই ট্রেন কোথায় যায়, আমাকে জানাবেন প্লিজ়!” আর একজন যোগ করে বলছেন, “ট্রেনের নম্বরটা আমাকে একটু জানাতে পারবেন। আমিও এরকম একটা ট্রেনে সফর করতে চাই।”