Viral Video: ‘জওয়ান’ ছবির আইকনিক দৃশ্য মেট্রোয় করে দেখালেন কলকাতার সহেলি, দেখুন

Viral Video Today: মেয়েটির নাম সহেলি রুদ্র। ইনস্টাগ্রামে তিনি তাঁর নিজের প্রোফাইল থেকেই ভিডিয়োটি শেয়ার করেছেন। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ইনস্টাগ্রামের এই ভিডিয়ো এখন অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। মেট্রোর কোচে সহেলি যখন নাচছিলেন, অন্যান্য যাত্রীরা তখন তাঁর সেই নাচ হাঁ হয়ে উপভোগ করছিলেন।

Viral Video: জওয়ান ছবির আইকনিক দৃশ্য মেট্রোয় করে দেখালেন কলকাতার সহেলি, দেখুন
শাহরুখের নাচ হুবহু তুলে দিলেন কলকাতার সহেলি!

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 28, 2023 | 6:44 PM

Latest Viral Video: শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিটি সুপার-ডুপার হিট হয়েছে। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে কিং খান অভিনীত এই ছবি। দর্শক মহলে এই ছবি এতটাই দাগ কেটেছে যে, কখনও কোনও ডায়লগ, কখনও আবার ছবির কোনও দৃশ্য নেটিজ়েনরা নিজেদের মতো করে অভিনয় করে দেখাচ্ছেন। সেরকমই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, ‘জওয়ান’ ছবির আইকনিক দৃশ্য ব্যান্ডেজ পরে ‘বেকরার করকে হাম’-এ গানে শাহরুখের নাচটির অনুকরণ করে দেখাচ্ছেন একটি মেয়ে। মেট্রোতেই তিনি ঠিক শাহরুখের মতোই ব্যান্ডেজ পরে ওই গানে নাচলেন।

মেয়েটির নাম সহেলি রুদ্র। ইনস্টাগ্রামে তিনি তাঁর নিজের প্রোফাইল থেকেই ভিডিয়োটি শেয়ার করেছেন। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ইনস্টাগ্রামের এই ভিডিয়ো এখন অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। মেট্রোর কোচে সহেলি যখন নাচছিলেন, অন্যান্য যাত্রীরা তখন তাঁর সেই নাচ হাঁ হয়ে উপভোগ করছিলেন।


ভিডিয়োটি 10.1 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। মজাদার ব্যাপারটি হল, সহেলি নামের এই মেয়েটি কলকাতার একজন কনটেন্ট ক্রিয়েটর। শহরের বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে, বেড়িয়ে মজাদার কিছু ভিডিয়ো তৈরি করেন তিনি। কয়েক মাসে আগে নিউ মার্কেট এলাকায় সহেলির তৈরি একটি ভিডিয়ো নেটমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছিল।

নেটদুনিয়ায় এই ভিডিয়ো মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ বলেছেন, এই ধরনের দৃশ্যের কখনও প্রচার করা উচিত নয়। কেউ কেউ আবার সহেলির সাহসিকতার প্রশংসা করেছেন। অ্যাটলি পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’ গত 7 সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর থেকে বেশ কয়েকটি বক্স অফিস রেকর্ড ভেঙেছে। ইতিমধ্যেই ছবিটি বিশ্বব্যাপী 1000 কোটির ক্লাবে প্রবেশ করেছে।