Viral Video: জ্যান্ত শূকরকে উদরস্থ করল বিশাল এক গোসাপ, লোম খাঁড়া করে দেবে এই ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 11, 2023 | 2:20 PM

Latest Viral Video: ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ঝড়়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ারও হয়েছে।

Viral Video: জ্যান্ত শূকরকে উদরস্থ করল বিশাল এক গোসাপ, লোম খাঁড়া করে দেবে এই ভিডিয়ো

Follow Us

Viral Video Today: জঙ্গলে বিভিন্ন প্রাণীদের শিকারের ভিডিয়ো প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার মধ্যে এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখলে চোখে জল আসতে বাধ্য। আবার এমনও অনেক ভিডিয়ো থাকে, যা দেখে অধিকাংশ নেটিজ়েনরা চমকে ওঠেন। প্রায়শই আপনি সিংহ বা বাঘের অন্যান্য প্রাণী শিকারের ভিডিয়ো দেখেছেন। আজকাল এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। এই ভিডিয়োতে, একটি গোসাপ যেভাবে একটি শূকরকে যেভাবে শিকার করল, তা দেখে আপনার চোখে জল আসতে বাধ্য। বনে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য প্রাণীরা একে অপরকে শিকার করে, যাতে তারা বাঁচতে পারে। অনেক সময় এমন হিংস্র প্রাণীর ভিডিয়ো সামনে আসে, এই ভিডিয়োটি সেই রকমই।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বিরাট গোসাপ ছোট শূকরকে শিকার করেছে। জ্যান্ত অবস্থাতেই চিবানো শুরু করেছে। আর এদিকে নিজের প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে শূকরটি। শূকরটির গলা পর্যন্ত পুরো অংশটাই ওই গোসাপের মুখে। তারপরে তার মুখ থেকে পড়ে যায়। পালানোর চেষ্টা করেও সে পালাতে পারেনি। আর তারপরেই ছোট শূকরটিকে আবার ধরে ফেলে, আর চিবাতে শুরু করে। এই দৃশ্য দেখে আপনি চমকে উঠবেন।


ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ঝড়়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ারও হয়েছে। কেউ কমেন্টে লিখেছেন, “এটি কমোডো ড্রাগন। এরা খুব বিপজ্জনক প্রাণী। এটি একটি বড় আকারের গোসাপ। এটি দেখতে ডাইনোসরের মতো।” আর এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “দেখেই শিউরে উঠলাম। ভয়ানক লাগল পুরো ব্যাপারটাই।”

Next Article