AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ছেলেকে হিন্দি শেখাচ্ছেন কোরিয়ান মা! মিষ্টি উচ্চারণ নেটিজ়েনদের মন জিতে নিল

Korean Lady Teaches Hindi: সন্তানকে হিন্দি শেখাচ্ছেন এক কোরিয়ান মহিলা। আর সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল। আপনিও একবার দেখুন ভিডিয়োটি, মন জিতে নেবে।

Viral Video: ছেলেকে হিন্দি শেখাচ্ছেন কোরিয়ান মা! মিষ্টি উচ্চারণ নেটিজ়েনদের মন জিতে নিল
আদুরে ভিডিয়ো নেটিজ়েনদের মন জিতে নিয়েছে।
| Edited By: | Updated on: Jul 20, 2022 | 7:20 PM
Share

ভারতের বাসিন্দা নন, তাঁরা যদি ভারতের কোনও এক ভাষায় কথা বলেন, কেমন লাগে? সে কথা বোঝা যাক আর না যাক, বুকটা কিন্তু গর্বে ভরে যায়। সম্প্রতি এমনই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, যা আপনার মুখে হাসি ফোটাবে। আপনাদের কি মনে আছে, কিছু দিন আগে এক কোরিয়ান মহিলা (Korean Lady) আলু-পিঁয়াজের পকোড়া বানিয়ে রাতারাতি ইন্টারনেটের সেনসেশন হয়ে গিয়েছিলেন। খুব ভাইরাল হয়েছিল তাঁর ভিডিয়ো (Viral Video)। কিম নামের ওই মহিলা আবার ফিরে এসেছেন। আর এবার তাঁর সন্তানকে হিন্দি (Hindi) শেখালেন। খুব মিষ্টি সেই ভিডিয়ো নেটপাড়ায় অনেকেরই মুখে হাসি ফুটিয়েছে।

View this post on Instagram

A post shared by Indian?Korean (@premkimforever)

প্রেম কিন ফরএভার নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। পকোড়ার একটি প্লেটের দিকে তিনি নিশানা করে সন্তানকে জিজ্ঞেস করলেন, ‘এটা কি?’ কিমের সন্তান স্বাভাবিক ভাবেই কোরিয়ান ভাষায় উত্তর দেয়। তারপরই কিম হিন্দিতে শেখান, ‘ইয়ে পকোড়া হ্যয়।’ অর্থাৎ এটা একটা পকোড়া। তারপর বেশ কয়েক বার কিম ও তাঁর সন্তানকে এই শব্দগুলোই আওড়াতে দেখা যায়।

তারপর ফের কিম তাঁর সন্তানকে হিন্দিতে বলেন, “ইয়ে পকোড়া বহুত স্বাদ হ্যয়।” মায়ের কাছ থেকে শুনে ছেলেটিও সেই একই কথা বলে ওঠে। মা যে কায়দায় বলছেন, আর সেই কথাগুলোই ছেলেটি যে ভাবে বলছে, তাই নেটপাড়ার লোকজনের নজর কেড়ে নিয়েছে। অনেকেই বলেছেন, ‘এত মিষ্টি করে হিন্দি হয়তো হিন্দিভাষীরাও বলেন না।’

ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “কোরিয়ান স্ত্রী তাঁর সন্তানকে হিন্দি শেখাচ্ছেন।” এখন বলুন, এই ভিডিয়ো আপনার ভাল লেগেছে নিশ্চয়ই? নেটিজ়েনদেরও তাই মনে হয়েছে। আর সেই কারণেই ভিডিয়োটি প্রায় 3 লাখেরও বেশি ভিউ সংগ্রহ করেছে সোশ্যাল মিডিয়ায়।

এই ভিডিয়ো দেখে একজন ইউজার লিখছেন, “খুব সুন্দর একটা ভিডিয়ো।” আর একজন যোগ করলেন, “ছেলেটা খুব দ্রুত হিন্দি শিখে যাবে।”