Viral Video: মোবাইল দেখার অসামান্য কৌশল! মা এসে দেখল, মন দিয়ে পড়াশোনা করছে ছেলে, এদিকে…

Viral Video Today: বাচ্চাটি এমনই কৌশলে মোবাইলটিকে বেঁধে রেখেছে, তাতে তার মা দরজা খুললেই মোবাইলটা সুরসুর করে উপরের দিকে উঠে যাবে। আর হলও ঠিক তাই। যে এতক্ষণ মোবাইলে মশগুল ছিল, তার মা আসতেই দেখলেন ছেলে মন দিয়ে পড়াশোনা করছে।

Viral Video: মোবাইল দেখার অসামান্য কৌশল! মা এসে দেখল, মন দিয়ে পড়াশোনা করছে ছেলে, এদিকে...
মোবাইল দেখতে কী বুদ্ধিই না কাজে লাগাল ছোট্ট ছেলে!

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 29, 2023 | 7:30 PM

Latest Viral Video: আট থেকে আশি- আজকাল মোবাইল থেকে দূরে থাকতে পারছেন না কেউই। বড়রাই যখন মোবাইল ছেড়ে থাকতে পারেন না, তখন বাচ্চাদের অবস্থাটা একবার ভেবে দেখুন। তবে, বাচ্চারা মোবাইল ফোনে আসক্ত হলে বড় বিপদ হয়ে যেতে পারে। শিশুদের স্ক্রিন টাইম বেড়ে যাবে এবং সেই আসক্তি থেকে তাদের দূরে রাখা সত্যিই এক দুষ্কর কাজ হয়ে দাঁড়াবে। যদিও কোভিড পরবর্তী সময়ে অনলাইন ক্লাসের কারণে অনিচ্ছা সত্ত্বেও মা-বাবাদের একপ্রকার বাধ্য হয়েই বাচ্চাদের মোবাইল ব্যবহার করতে দিতে হচ্ছে। সম্প্রতি একটি ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে। সেখানে একটি শিশুকে দেখা গিয়েছে, মোবাইল ফোন দেখার জন্য অসামান্য কৌশল অবলম্বন করতে, যাতে তার মা দেখতে না পায়।

X প্ল্যাটফর্মে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @TheFigen_ নামক একটি হ্যান্ডেল থেকে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়ছে, ‘স্মার্ট বয়।’ গত 24 অগস্ট ভিডিয়োটি শেয়ার করা হয়েছিল। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 2 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। আর সেই ভিডিয়ো দেখার পরে বহু মানুষ মজাদার সব মন্তব্য করেছেন।


11 সেকেন্ডের ছোট্ট ক্লিপটিতে দেখা গেল, ছোট্ট ছেলেটা নিজের ঘরে একটি চেয়ারে বসে পড়াশোনা করার পরিবর্তে মোবাইলে মশগুল। তবে সেই মোবাইলটা বড়ই অদ্ভুত ভাবে তার দেওয়ালে একটি সুতো দিয়ে ঝুলছে। সেই সুতো আবার ঘরের দরজার হাতলের সঙ্গে বাঁধা। বাচ্চাটি এমনই কৌশলে মোবাইলটিকে বেঁধে রেখেছে, তাতে তার মা দরজা খুললেই মোবাইলটা সুরসুর করে উপরের দিকে উঠে যাবে। আর হলও ঠিক তাই। যে এতক্ষণ মোবাইলে মশগুল ছিল, তার মা আসতেই দেখলেন ছেলে মন দিয়ে পড়াশোনা করছে। এদিকে মা চলে যেতেই আবার যা কার তাই! ছেলে তখন আবার মোবাইলে ভিডিয়ো দেখতে ব্যস্ত হয়ে পড়ে।

ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। নেটিজ়েনরা মজাদার সব মন্তব্য করেছেন। একজন বললেন, ‘ফোন না দেখে এখন পড়াশোনা করো…!’ আর একজন যোগ করলেন, ‘আমি তোমাকে নিয়S সত্যিই গর্বিত।’ আর একজন স্মৃতির গলিপথে ফিরে গিয়ে বললেন, ‘আমরা ছোটবেলায় এভাবে পাঠ্যবইয়ের ভিতরে কমিক্স বুক রেখে পড়তাম।’