Viral Video: ‘মাস্ক কোথায়? মাস্ক পরো’… ধর্মশালার ব্যস্ত রাস্তায় পর্যটকদের কাছে অনুরোধ বাচ্চা ছেলের
জানা গিয়েছে, বাচ্চা ছেলেটির নাম অমিত।
গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মানালির ছবি। হিমাচলপ্রদেশের এই পর্যটন কেন্দ্রে ভিড় জমিয়েছেন অসংখ্য পর্যটক। করোনা আবহে সামাজিক দূরত্ববিধি মেনে চলার বালাই নেই। অনেকের মুখে মাস্কও নেই। যেদিকে তাকানো যাচ্ছে সেদিকে কেবল মানুষের ভিড়। মানালির পরিস্থিতি নিয়ে এর মধ্যেই সোশ্যাল মিডিয়া ছয়লাপ হয়েছে মিম- এ। স্বভাবতই এই দায়িত্বজ্ঞানহীন পর্যটকদের এ হেন আচরণে ক্ষুব্ধ নেটিজ়েনদের একাংশ।
তবে এই সবকিছুর মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে আর একটি ভিডিয়ো। সেখানে সকলের নজর কেড়েছে এক বাচ্চা ছেলে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই বাচ্চা ছেলেটি মাস্ক পরে রয়েছে। হাতে প্লাস্টিকের লাঠি জাতীয় একটা জিনিস। পথচলতি সকলকেই মাস্ক পরতে বলছে সে। ভিডিয়োতে এও দেখা গিয়েছে যে পথচলতি বেশিরভাগ মানুষের মুখেই মাস্ক নেই। ছোট থেকে বড়, বেশিরভাগই নিয়ম মানেননি। আর যাঁদের মুখেই মাস্ক নেই, তাঁদের দাঁড় করিয়ে ওই বাচ্চা ছেলেটি জিজ্ঞেস করছে ‘মাস্ক কোথায়? মাস্ক পরো’ গত ৬ জুলাই ইনস্টাগ্রামের পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়া মাধ্যমেও ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এর মধ্যেই ভিউ হয়েছে ১.৬ মিলিয়নের বেশি।
দেখুন সেই ভিডিয়ো
View this post on Instagram
জানা গিয়েছে, বাচ্চা ছেলেটির নাম অমিত। ধর্মশালার কাছে ম্যাকলডগঞ্জ এবং ভাগসু এলাকার ব্যস্ত রাস্তায় বাচ্চাটিকে দেখা গিয়েছে। তবে পথচলতি সকলকে মাস্ক পরার কথা বললেও, কাউকেই অমিতের কথা শুনতে দেখা যায়নি। কেউ হেসে এড়িয়ে গেছেন। কেউ বা বিরক্তি দেখিয়েছেন। এমনকি পর্যটকদের মধ্যেই কাউকে অমিতের উদ্দেশে বলতে শোনা গিয়েছে, ‘পুলিশ নাকি?’ স্থানীয় ছোট্ট ছেলের কথায় পাত্তা না দিয়ে ওই ভিডিয়োতে যে পর্যটকদের দেখা গিয়েছে, তাঁরা সকলেই যে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, একথা একবাক্যে স্বীকার করেছেন নেটিজ়েনরা। তাঁরা বলেছেন, ওইটুকু বাচ্চা ছেলে পর্যন্ত জানে এই করোনাকালে মাস্ক পরতে হয়, সামাজিক দূরত্ববিধি মানতে হয়, অথচ এই প্রাপ্তবয়স্ক লোকেরা জানেন না, বোঝেন না। কেউ বিধিনিষেধ মনে করিয়ে দিলে সেসবে কানও দেন না। এটা সত্যিই লজ্জার বিষয়।
আরও পড়ুন- Viral Video: খোলা জানলা দিয়ে বাড়িতে ঢুকল ভাল্লুক, বেরোলও সেই পথেই, দেখুন ভিডিয়ো