AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: খোলা জানলা দিয়ে বাড়িতে ঢুকল ভাল্লুক, বেরোলও সেই পথেই, দেখুন ভিডিয়ো

ঘটনার সময় বাড়িতেই ছিলেন বাসিন্দারা। বাড়ির ভিতর পেল্লাই ভাল্লুক দেখে আঁতকে উঠেছিলেন সকলে। তবে মানুষের দিকে মোটেই নজর ছিল না ভাল্লুকটির।

Viral Video: খোলা জানলা দিয়ে বাড়িতে ঢুকল ভাল্লুক, বেরোলও সেই পথেই, দেখুন ভিডিয়ো
ভাল্লুকটি যখন বাড়িতে ঢুকেছিল, তখন বাড়িতেই ছিলেন বাসিন্দারা।
| Edited By: | Updated on: Jul 06, 2021 | 6:48 PM
Share

বিদেশের মাটিতে বাড়ির ভিতর ভাল্লুক ঢুকে পড়ে বেশ সাধারণ ব্যাপার। হামেশাই কোথাও না কোথাও দর্শন দেয় তারা। কোনও ক্ষেত্রে মা ভাল্লুক ছানাপোনা নিয়ে ভ্রমণে বেরিয়ে ঢুকে পড়ে কোনও বাড়িতে। কোথাও বা তারা থাকে একা কিংবা দোকা। তবে সম্প্রতি এক ভাল্লুকের কাণ্ড দেখে হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা। কলোরাডোর বোল্ডার কাউন্টি এলাকায় একটি বাড়িতে ঢুকেছিল ওই ভাল্লুকটি।

জানা গিয়েছে, একটা খোলা জানলা দিয়ে ওই বাড়িতে ঢুকেছিল সে। তারপর সামনে দেখতে পেয়েছিল কিছু খাবার পড়ে রয়েছে। ব্যাস আর কী! মনের আনন্দে সেই খাবার নিয়ে একদম পিকনিকের মুডে উপভোগ করা শুরু করেছিল ভাল্লুকটি। পরে অবশ্য জানা গিয়েছে, ওই খাবার আসলে বিড়ালের। ওই বাড়ির পোষ্যরা খেয়ে যাওয়ার পর কিছুটা খাবার পড়েছিল। আর সেটাতেই মজেছিল এই ভাল্লুকটি। কলোরাডো পার্ক্স অ্যান্ড ওয়াইল্ড লাইফ (সিপিডব্লু)- র তরফে জানানো হয়েছে, বিড়ালের ফেলে রাখা খাবার চেটেপুটে সাফ করে আবার ওই একই জানলা দিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল ভাল্লুকটি।

দেখুন ভাল্লুকের কাণ্ডকারখানা

ঘটনার সময় বাড়িতেই ছিলেন বাসিন্দারা। বাড়ির ভিতর পেল্লাই ভাল্লুক দেখে আঁতকে উঠেছিলেন সকলে। তবে মানুষের দিকে মোটেই নজর ছিল না ভাল্লুকটির। বরং সে নাকি মন দিয়ে খাবার খেতেই ব্যস্ত ছিল। বোধহয় খুব খিদে পেয়েছিল বেচারার। তাই খাবারদাবার খেয়ে পেট ভরিয়ে যে পথে এসেছিল সে পথেই নিজের আস্তানায় ফিরে গিয়েছে। কলোরাডোর বোল্ডার কাউন্টির ওই বাড়িতে ভাল্লুক ঢুকে পড়লেও এ যাত্রায় কেউ আহত হয়নি। তবে এই গোটা ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তা দেখে বেজায় মজা পেয়েছেন নেটিজ়েনরা।

আরও পড়ুন- Viral Video: মেঘের জলপ্রপাত! মিজোরামের মনোমুগ্ধকর ভিডিয়ো দেখে বিস্মিত নেটিজ়েনরা