ছোট সাপ দেখলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, বড় সাপ দেখলে তো আর কোনও কথাই নেই! এখন ভাবুন, রাস্তা দিয়ে যাচ্ছেন। আর এমনই সময় আপনার নজরে এল একটি বিরাট অজগর। কী করবেন তখন? ভয় ধরবে। প্রচণ্ড ভয়ে নার্ভাস ব্রেক ডাউন হতে পারে আপনার। ভয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থল ছেড়ে পালাতে পারেন আপনি। কিন্তু ছোট্ট একটা ছেলেকে অজগর নিয়ে যা কাণ্ড ঘটাতে দেখা গেল, তা দেখে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। সেই ভিডিয়ো দেখে নেটিজ়েনরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন।
X প্ল্যাটফর্মে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @sanjaysabka নামক একটি হ্যান্ডেল থেকে। আসলে, বয়স্ক এক ব্যক্তিই এসেছিলেন অজগরটিকে উদ্ধার করতে। কিন্তু পাইথনটি এতটাই বড় যে বয়স্ক ওই ব্যক্তি একা সামলাতে হিমশিম খাচ্ছিলেন। অগত্যা হাত লাগাতে হয় ছোট্ট ছেলেটিকে। আর হাত লাগানো মাত্রই সাহসিকতায় কামাল করল সে।
Dangerous act at Saligrama #Kundapura pic.twitter.com/VBA8bMfyQ3
— sanjay sabka (@sanjaysabka) November 23, 2023
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘শালিগ্রাম কে খতরোঁ কে খিলাড়ি।’ মাত্র 1 মিনিট 55 সেকেন্ডের ক্লিপে দেখা গেল বৃদ্ধ মানুষটি তাঁর সম্পূর্ণ শক্তি কাজে লাগিয়ে অজগরটিকে ঝোঁপ থেকে টেনে বের করার চেষ্টা করছেন। কিন্তু বারংবারই তিনি ব্যর্থ হচ্ছিলেন। ঠিক এমনই সময় নীল টি-শার্ট পরিহিত বাচ্চা ছেলেটি ঘটনাস্থলে চলে আসে। বয়স্ক মানুষটিকে সে তখন সাহায্য করতে থাকে। নির্ভয়ে সে এক্কেবারে সাপটির মুখ চেপে ধরে। তারপর এক্কেবারে নিশ্চিন্তে ব্যাগের ভিতরে সাপটিকে রেখে দেয়।
ছেলেটি যে কায়দায়, আর যে সাহসিকতায় সাপটিকে উদ্ধার করেছিল, তা দেখে নেটপাড়ার লোকজন প্রশংসা করেছেন। গত 23 নভেম্বর ভিডিয়োটি এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা হয়। তারপর থেকে তা ব্যাপক ভাইরাল হয়েছে। কয়েক হাজার ভিউ পেয়েছে ভিডিয়োটি। ব্যবহারকারীরা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন লিলেন, ‘খুব সাহসী একটা বাচ্চা।’ আর একজন যোগ করলেন, ‘ছোট সাপ উদ্ধারেই যথেষ্ট সাহস লাগে। এই ছেলেটা তো এত্তবড় অজগর উদ্ধার করে সকলকে তাক লাগিয়ে দিল।’