Latest Viral Video: যে সব প্রাণীরা কথা বলতে পারে না, কীভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হয় তারা খুব ভাল করে জানে। তার থেকেও বড় কথা হল, বিপদের আভাস তারা আগেভাগেই পেয়ে যায়। কুকুর-বিড়ালদের মতো অনেক প্রাণীদের প্রায়শই সমস্যায় পড়তে দেখা যায়। সেরকম পরিস্থিতিতে অবলা প্রাণীদের রক্ষা করতে এগিয়ে আসে মানুষ। এরকম একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার দৌলতে আমাদের নজরে আসে। সেরকমই একটা ভিডিয়ো ফের ভাইরাল হল। সেখানেই দেখা গেল, ড্রেনের পাইপে আটকে থাকা একটি বিড়ালকে বাঁচাতে এগিয়ে আসে হৃদয়বান এক ব্যক্তি। তাঁর সেই মানসিকতাই নেটিজ়েনদের মন জিতে নিয়েছে।
ইনস্টাগ্রামে @mylabthecutest নামক একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “কল্পনা করুন যে একটি ড্রেন পাইপের মাথায় কয়েকদিন ধরে আটকে আছে একটি বিড়াল। একজন খুব বয়স্ক ভদ্রলোক যিনি সত্যিকার অর্থে প্রাণীদের যত্ন নেন, তিনি অবলা প্রাণীটার কষ্ট বুঝতে পেরে তাকে বাঁচাতে ছুটে আসেন। আমরা প্রথমে বুঝতে পারিনি। তবে পরে বুঝতে পারি, বিড়ালটা নিজেকে লুকিয়ে রাখতে গিয়েই ওই পাইপে আটকে গিয়েছিল। তবে এই বয়স্ক মানুষটার দৌলতে বিড়ালটি এখন নিরাপদে রয়েছে। তার যথেষ্ট যত্নাদি করে মায়ের সঙ্গে দেখা করানোর বন্দোবস্ত করছেন ওই হৃদয়বান ব্যক্তি।”
ভিডিয়োতে দেখা গেল, সাদা রঙের একটি পাইপের এক্কেবারে সামনের দিকেই আটকে রয়েছে বিড়ালছানাটি। কিন্তু পাইপের ভিতর থেকে তাকে উদ্ধার করা সত্যিই কষ্টকর বিষয় ছিল, তা প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন উদ্ধারকারী। প্রথমে পাইপের ঢাকনা খুললেন এবং তারপরে তাই পাইপের সামনের দিকটা কেটে নিলেন। এবারে সেই কাটা অংশটা বের করে ধীরে ধীরে বিড়াল ছানাটিকে পাইপের ভিতর থেকে উদ্ধার করেন।
গত 7 সেপ্টেম্বর ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 17 লাখেরও বেশি হয়ে গিয়েছে। প্রচুর মানুষ ভিডিয়োতে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন বললেন, ‘কী করে বুঝতে পারলেন যে, ওখানে একটা বিড়াল আটকে গিয়েছে।’ আর একজন যোগ করলেন, ‘বিড়ালের মুখটা দেখে আমার খুব কষ্ট হয়েছিল।’ তবে সোশ্যাল মিডিয়ায় বেশির ভাগ মানুষই জানতে চেয়েছেন, কীভাবে ওই বিড়ালটা একটা পাইপের ভিতরে ঢুকে পড়ল?