Viral Video Today: দেশে চা প্রেমীর সংখ্যা কম নেই। বহু মানুষই আছেন, যারা দিনে অনেক বার চা খান। সকাল বেলা ঘুম থেকে উঠে চা খান না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু কখনও কোনও টিকটিকিকে চা খেতে দেখেছেন? ভাবছেন টিকটিকি এখন পোকামাকড় ছেড়ে চা-ও খাচ্ছে? এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি টিকিটিকিকে প্লাস্টিকের গ্লাসে চা খেতে দেখা যাচ্ছে। আর তা দেখে চোখ কপালে উঠেছে অধিকাংশ নেটিজেনের। ভিডিয়োটি দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই অনেক রকম ভিডিয়ো ভাইরায় হয়। তার মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে হাসি চেপে রাখা দায় হয়ে যায়। এটি তেমনই একটি ভিডিয়ো।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি চায়ের কাপ রাখা আছে। কিন্তু সেখানে ঘটছে অবাক করা এক কাণ্ড। এ কী! একটি টিকটিকি বসে বসে চা খাচ্ছে। দুই পায়ে দাঁড়িয়ে এই টিকটিকি চায়ের কাপে চুমুক দিচ্ছে। বেশ কিছক্ষণ টিকটিকিকে জিভ দিয়ে চা খেতে দেখা যাচ্ছে। টিকটিকির এই কাণ্ডকে একজন ক্যামেরায় ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এর আগে বর্ষাকালে টিকটিকিকে বাড়ির ভিতরে ঢুকে যাওয়া পোকামাকড় খেতে দেখেছেন বহুবার। কখনও কি এমন দৃশ্য দেখেছেন?
ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত প্রচুর মানুষ লাইক আর শেয়ার করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ কমেন্টে লিখেছেন, “প্রথমে ভিডিয়ো দেখে ভাবলাম চায়ে নিশ্চয়ই মশা পড়েছে, তাই খাচ্ছে। তারপর কিছুক্ষণ দেখার পর বুঝলাম চা খাচ্ছে।”