Latest Viral Video: সময় তখন ক্লাসের। শিক্ষক পড়াবেন, পড়ুয়ারা তা মন দিয়ে শুনবে- সেটাই তো দস্তুর। কিন্তু তা হল না। মধ্যপ্রদেশের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল অন্য এক ছবি। ক্লাসরুমে দেখা গেল, নাসিকা গর্জন করতে-করতে ঘুমোচ্ছেন শিক্ষক। পড়ুয়ারা তখন কী করবে! শিক্ষক যদি পাওয়ার ন্যাপ নেন ক্লাস করতে এসে, পড়ুয়ারা যা করার তা-ই করছিল। তারা সে সময় ক্লাসের বাইরে বেরিয়ে খেলা করছিল।
মধ্যপ্রদেশের সেহোর জেলার মোগরা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ভাইরাল হওয়া ভিডিয়তে দেখা গেল, স্কুলের শিক্ষক ধরম সিং বর্মা ক্লাসরুমে ঘুমে কাতর। আর তখন ছাত্ররা বাইরে খেলায় মগ্ন। ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই সে রাজ্যের শিক্ষা দফতরের কর্মকর্তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেন।
इस वायरल वीडियो में बच्चों की पढाई को ताक पर रखकर एक शिक्षक क्लास के अंदर चादर बिछाकर सोते नजर आ रहे हैं। वहीं बच्चे क्लास के बाहर मस्ती कर रहे हैं। वायरल होने के बाद जिला शिक्षा अधिकारी ने इसका संज्ञान लिया है, लेकिन लोग यह सवाल पूछ रहे हैं कि क्या टीचर चादर अपने साथ लाए थे? pic.twitter.com/LMRz2xaw4J
— Shivam Gaur (@ShivamG27190108) September 22, 2023
তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেহোরের জেলা শিক্ষা আধিকারিক (DEO) সঞ্জয় সিং তোমর জানিয়েছেন, তিনি ডেভেলপমেন্ট ব্লক অফিসারকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কথায়, “শিক্ষকের এমন নিন্দাজনক আচরণ খতিয়ে দেখা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
মাস দুয়েক আগে এই মধ্যপ্রদেশেই এরকম আরও একটি ঘটনা ঘটেছিল। সে সময় রাজ্যের ছাতারপুর জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অনুরূপ ঘটনাই ঘটতে দেখা গিয়েছিল। সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল, শিক্ষক ক্লাসরুমে ঘুমোচ্ছেন। তখন ছাত্ররা ক্লাসরুমের মেঝেতে কেউ খেলছে, কেউ আবার ঝাড়ু দিতে ব্যস্ত। সে সময়ও ওই ভাইরাল ভিডিয়োটিকে ঘিরে নিন্দার ঝড় উঠেছিল।