Viral Video: শূন্যে এক চিমটে চিনি ছুড়ে ফিরিয়ে আনলেন! অবিশ্বাস্য জাদুকরিতে নেটাগরিকদের চক্ষু চড়কগাছ

Magic Trick: এক চিমটে চিনি নিয়ে শূন্যে ছুড়ে দিলেন এক ব্যক্তি। পরক্ষণেই সেটিকে ফিরিয়েও নিয়ে এলেন। ম্যাজিক দেখে নেটাগরিকরা হতভম্ব।

Viral Video: শূন্যে এক চিমটে চিনি ছুড়ে ফিরিয়ে আনলেন! অবিশ্বাস্য জাদুকরিতে নেটাগরিকদের চক্ষু চড়কগাছ
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 28, 2022 | 8:50 PM

কাঁচা বাদাম গানে নাচছেন কেউ, কেউ বা পুষ্পা: দ্য রাইজ় ছবির সংলাপের লিপ সিঙ্ক ভিডিয়ো তৈরি করছেন। সোশ্যাল মিডিয়া (Social Media) খুললে ভাইরাল ভিডিয়োর (Viral Video) ছড়াছড়ি। আর সেই সব মজাদার ভিডিয়োর কিছু মজাদার কমেন্টও নজর কেড়েছে নেটপাড়ার লোকজনের। তবে একটা কথা অস্বীকার করার উপায় নেই যে, সমাজ মাধ্যমে অরিজিনাল ভিডিয়োর কিন্তু আলাদা একটা কদর রয়েছে। আর সেই ভিডিয়ো যদি একটা ম্যাজিকের (Magic) হয়, তাহলে তো কোনও কথাই নেই। এমনই একটি ম্যাজিকের ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে।

ছোট্ট এই ভিডিয়োটি ট্যুইটারে শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ব্যক্তিকে যিনি ছোট্ট একটা প্যাকেট থেকে এক চিমটে চিনি বের করলেন। তার পর সেটিকে হাতের মুঠো থেকে শূন্যে ছুড়ে দিলেন। কিন্তু কয়েক মুহূর্ত পরই আবার সেই চিনি তিনি ফিরিয়ে নিয়ে আসেন এবং আবার সেই ছোট্ট প্যাকেটেও ভরে দেন। আর এই ভিডিয়ো দেখার পর থেকেই যেন নেটাগরিকদের ঘুম উড়েছে। কী ভাবে এই কাজটি সম্ভব, তা যেন ঠাওর করে উঠতে পারছেন না নেটপাড়ার লোকজন।

প্রথমে এই ভিডিয়োটি টিকটকে পোস্ট করেছিলেন জ্যাডন রয় নামের এক ব্যক্তি। সেখানেও ভয়ঙ্কর ভাইরাল হয়েছিল এই ভিডিয়ো। তারপরই সেটি মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারে পোস্ট করা হয় ওভারটাইম নামক একটি পেজ থেকে। খুব অল্প সময়ের মধ্যেই এই ভিডিয়োর ভিউ ৫ মিলিয়ন ছাপিয়ে গিয়েছে।

এদিকে নেটিজেনরা ভেবে কূলকিনারা করতে পারছেন না যে, কী ভাবে এমন কাণ্ড সম্ভব। ওই ম্যাজিশিয়ানের নাম এখনও পর্যন্ত জানা যায়নি। ট্যুইটারে যে ওভারটাইম নামক পেজটি থেকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে, সেখানে ক্যাপশনে লেখা হচ্ছে, “৫৭ বার এই ভিডিয়োটা দেখলাম। তবুও বুঝতে পারলাম না, কী ভাবে এটা সম্ভব।” এদিকে নেটিজেনদের একটা বড় অংশ এই ম্যাজিক সম্পর্কে নিজেদের মতবাদও পোষণ করেছেন।

আরও পড়ুন: মুখে জ্বলন্ত সিগারেট, জীবনের ঝুঁকি নিয়ে বোমা সরাচ্ছেন এক ইউক্রেনিয়! দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: খুদে মাস্টারশেফ! দোকানে গিয়ে একের পর এক মশলা-ডাল চিনে নাম বলে দিচ্ছে একরত্তি, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: যুদ্ধের কী পরিস্থিতি? “ইউক্রেন জিতছে, রাশিয়া আত্মসমর্পণ করছে!” আটকে পড়া রুশ সেনাদের প্রশ্নে সপাটে জবাব ইউক্রেনীয় ব্যক্তির