Viral Video: যুদ্ধের কী পরিস্থিতি? “ইউক্রেন জিতছে, রাশিয়া আত্মসমর্পণ করছে!” আটকে পড়া রুশ সেনাদের প্রশ্নে সপাটে জবাব ইউক্রেনীয় ব্যক্তির
Russia Ukraine War: আটকে পড়া ইউক্রেনের এক ব্যক্তি রাশিয়ান সৈন্যদের তেল শেষ হওয়া ট্যাঙ্ক দেখে দাবি করে বসেন, "আমি তাদের রাশিয়ায় ফিরিয়ে নিয়ে আসতে পারি।"
সে দেশে যুদ্ধ। কান পাতলেই মুহূর্মুহ বোমা বিস্ফোরণের শব্দ। কিন্তু তাতেও মাথাটা হেঁট করতে রাজি নন ইউক্রেনের (Ukraine) মানুষজন। সচরাচর ইউক্রেনীয়রা সাহসী হয়। পাশাপাশি তাঁদের হাস্যরস বোধও চরম। তাই এই যুদ্ধের দিনেও রুশ আগ্রাসনের বিরুদ্ধে যে শুধু লড়াই করছেন এমনটা নয়, দুর্দিনে ওই হাস্যরস বোধটুকুও জিইয়ে রেখেছেন। সেটা জলাঞ্জলি দেননি। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে সেই কথাটাই যেন আরও একবার উচ্চারিত হল। ভিডিয়োতে দেখা যাচ্ছে, আটকে পড়া ইউক্রেনের এক ব্যক্তি রাশিয়ান (Russia) সৈন্যদের তেল শেষ হওয়া ট্যাঙ্ক দেখে দাবি করে বসেন, “আমি তাদের রাশিয়ায় ফিরিয়ে নিয়ে আসতে পারি।”
A priceless exchange of a brave Ukrainian citizen with Russian army stuck out of fuel. ENGLISH SUBTITLES.
[Thanks to my Ukrainian friend for transcription and translation] pic.twitter.com/Rar3WRXEwD
— Ali ??? (@aliostad) February 26, 2022
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ইউক্রেনীয় এক ব্যক্তিকে নিজের গাড়িটি টেনে নিয়ে আসতে। আর সেই গাড়ি নিয়ে যাওয়ার সময়ই তাঁর নজরে আসে আর একটি সামরিক গাড়ি, যেটি দাঁড়িয়েছিল এবং কয়েকজন রাশিয়ান সৈন্যও সেখানে ছিলেন। গাড়ির খোলা জানলা থেকেই তিনি রাশিয়ান সৈন্যদের জিজ্ঞেস করেন যে, তাঁদের ট্যাঙ্ক কি খারাপ হয়ে গিয়েছে?
রাশিয়ান ওই সৈন্যরা জানান যে, ট্যাঙ্কের তেল শেষ হয়ে গিয়েছে। তারপরই ইউক্রেনের সেই ব্যক্তি রাশিয়ান সেনাদের জিজ্ঞেস করেন, “আমি কি আপনাদের রাশিয়ায় নিয়ে যেতে পারি?” আর তারই উত্তরে রাশিয়ান সেনাদের রীতিমতো হাসতে শোনা যায়। কোন ভাষায় ওই ইউক্রেনের ব্যক্তি ও রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে কথোপকথন চলছিল, তা জানা যায়নি। বোঝা যায়নি, তাঁরা আদতে কী বলছিলেন।
ধন্যবাদ জানাতে হয়, সোশ্যাল মিডিয়ারই এক ট্রান্সলেটরকে, যিনি ওই ইউক্রেনের ব্যক্তিটি ও রাশিয়ান সেনাবাহিনীর কথোপকথনের ইংরেজি রূপান্তর করে মানুষের বোধগম্য করে দিয়েছেন। সেই অনুবাদ থেকে জানা গিয়েছে যে, রাশিয়ান সেনাবাহিনী কোথায় যাচ্ছেন, তার উত্তর ইউক্রেনের ব্যক্তিটিকে না দেওয়ায় তিনি বলেন যে, আমি জানি আপনারা কিয়েভের উদ্দেশ্যে যাচ্ছেন।
এর পরই রাশিয়ান সেনারা ওই ইউক্রেনিয়ান ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে, যুদ্ধের কী পরিস্থিতি? তার উত্তরে তিনি বলেন, “ইউক্রেন জয়ী হচ্ছে এবং রাশিয়ানরা আত্মসমর্পণ করছে।” পাশাপাশি তিনি ওই রাশিয়ান সেনাদের আরও বলেন যে, তাঁদেরও এই মুহূর্তেই অস্ত্রশস্ত্র ছেড়ে দেওয়া উচিৎ।
“What the f.k are you doing here? I am Russian too, but I live in this state. You have your country, we have ours. Don’t you have problems in your country to solve? Are you all rich there, as in the Emirates? You’re just puppets” Love this gradpa in Melitopol, Zaporizhia region https://t.co/r0VZDsxa4P
— Olga Tokariuk (@olgatokariuk) February 26, 2022
এদিকে অনলাইনে অন্য আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। পৃথক সেই ঘটনায় একজন বয়স্ক ব্যক্তিকে রুশ সেনাবাহিনীর মুখোমুখি হতে দেখে গিয়েছে। কিইভের ফ্রিলান্স সংবাদদাতা, ওলগা টোকারিউকের পোস্ট করা এই ভিডিয়োর অনুবাদ অনুসারে, তিনি তাঁদের বলেছেন: “আপনি এখানে কী করছেন? আমিও রাশিয়ান, কিন্তু আমি এই দেশে থাকি। তোমার দেশ আছে, আমাদের আছে। আপনার দেশে সমাধান করার মতো কোনও সমস্যা নেই? আরবের মতো আপনাদের দেশেও সবাই কি ধনী? আপনারা শুধুই পুতুল।”
আরও পড়ুন: তরুণীর গায়ে রাশিয়ার পতাকা, ইউক্রেনের পতাকা জড়িয়েছেন তরুণ, যুগলের আলিঙ্গনের ছবি ভাইরাল নেট দুনিয়ায়
আরও পড়ুন: তরুণীর গায়ে রাশিয়ার পতাকা, ইউক্রেনের পতাকা জড়িয়েছেন তরুণ, যুগলের আলিঙ্গনের ছবি ভাইরাল নেট দুনিয়ায়