Viral Video: কোলের সন্তানদের নিরাপদে ইউক্রেন থেকে হাঙ্গেরি পৌঁছে দিলেন, অপরিচিত মহিলাকে মায়ের আলিঙ্গন, ভিডিয়ো দেখে নেটাগরিকদের চোখে জল!

Russia Ukraine War: বাবাকে ইউক্রেনে থেকে যুদ্ধ করতে হবে। মা ইতালিতে। হাঙ্গেরি আসছেন সন্তানদের সঙ্গে থাকবে। কিন্তু সেই সন্তানদের হাঙ্গেরি থেকে ইউক্রেনে পৌঁছে দেবে কে?

Viral Video: কোলের সন্তানদের নিরাপদে ইউক্রেন থেকে হাঙ্গেরি পৌঁছে দিলেন, অপরিচিত মহিলাকে মায়ের আলিঙ্গন, ভিডিয়ো দেখে নেটাগরিকদের চোখে জল!
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 27, 2022 | 9:35 PM

সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই ইউক্রেনের (Ukraine) মাটিতে রাশিয়ার (Russia) আক্রমণকারী ভিজ্যুয়ালগুলি নজরে আসছে। সর্বত্র যেন সেই একই ছবি। কিন্তু তার মধ্যেও যেন এমন কিছু ভিডিয়ো আমাদের নজরে আসছে, যা যুদ্ধের প্রেক্ষাপটে ভারাক্রান্ত মনটা একটু হলেও ভাল করো দিচ্ছে। উদারতার হৃদয়গ্রাহী ভঙ্গিমাই সুস্পষ্ট হয়ে উঠছে এমন ভিডিয়োতে। যুদ্ধের আবহেও প্রতিরোধের সেই সব গল্পে রয়েছে স্নেহের পরশ। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সম্প্রতি, যেখানে এক মহিলাকে একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে আলিঙ্গন করতে দেখা গিয়েছে। কারণ? কারণ, সেই মহিলা অপরিচিত সেই ব্যক্তির সন্তানদের সীমান্ত অতিক্রম (Border Cross) করতে সাহায্য করেছিলেন।

গতকাল অর্থাৎ শনিবারের ঘটনা। নিজের জীবন বিপন্ন করে নাতালিয়া আবলেইভা নামের এক মহিলা অপরিচিত এক ব্যক্তির দুই সন্তানকে ইউক্রেন থেকে হাঙ্গেরির সীমান্ত অতিক্রম করতে সাহায্য করলেন। সংবাদমাধ্যম রয়টার্সের রিপোর্ট থেকে জানা গিয়েছে, আবলেইভার দেখা হয় ৩৮ বছরের এক ব্যক্তির সঙ্গে, যিনি তাঁর নিজের শহর কামিয়ানেটস-পোডিলস্কাইআই-তে পুত্র ও কন্যাকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছিলেন। ৩৮ বছরের এই ব্যক্তি দেশ ছেড়ে যেতে পারবেন না। কারণ, ইউক্রেনের ১৮ থেকে ৬০ বছরের ব্যক্তিদের যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। ওই ব্যক্তি আবলেইভার হাতেই তাঁর পুত্র ও কন্যাকে ইউক্রেন থেকে হাঙ্গেরি সীমা অতিক্রম করার দায়িত্বভার সঁপে দিয়েছেন।

সংবাদমাধ্যম রয়টার্সের রিপোর্টার অনিতা কোমুভেসের কাছে আবলেইভা নামের ওই মহিলা দাবি করেছেন, “ওদের বাবা আমার উপরে সম্পূর্ণ বিশ্বাস করে ছেড়ে দিয়েছে। এমনকি হাঙ্গেরিতে নিয়ে যাওয়ার জন্য ওদের পাসপোর্টও আমার কাছে দিয়ে দিয়েছে।” ৫৮ বছরের আবলেইভা আরও জানিয়েছেন যে, ওই বাচ্চা দুটির মা-ও ইতালি থেকে হাঙ্গেরি বর্ডারের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিলেন এবং হাঙ্গেরি বর্ডারেই সন্তানদের সঙ্গে তিনি দেখা করবেন। ওই ব্যক্তিটি আবলেইভাকে তাঁর স্ত্রীর ফোন নম্বরটিও দিয়ে দেন।

এদিকে ইউক্রেন থেকে নিরাপদে বেরিয়ে আসার পরই আবলেইভার দেখা হয় ৩৩ বছরের আনা সেমইয়ুক নামের আর এক মহিলার সঙ্গে, যিনি তাঁর বাচ্চাদের নিতে এসেছেন। রয়টার্সের শেয়ার করা একটি ভিডিয়োতে ফুটে উঠেছে এক হৃদয়বিদারক দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে সেমইয়ুক তাঁর সন্তানদের সঙ্গে দেখা হওয়ার পরে আব্লেয়েভার সঙ্গে আলিঙ্গন করছেন।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, উভয় মহিলাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো দেখে অনেকেরই চোখে জল চলে এসেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন এই ভিডিয়ো শেয়ার করেছেন। বলেছেন, এমন মানুষের জন্যই পৃথিবীটা বেঁচে আছে এখনও। আবলেইভার সমবেদনা সম্পর্কে মন্তব্য করে, একজন টুইটার ব্যবহারকারী বলেছেন, “মানবতার সুন্দর কাজ। একজন অভিভাবক হিসেবে আমি চরম স্বস্তি ও কৃতজ্ঞতা অনুভব করতে পারি। উদারতার বিষয়ে আমরা সবাই সংযুক্ত।”

আরও পড়ুন: গাড়ির কাঁচ ভেঙে রাস্তায় নামল কুমির! বাগে আনতে নাস্তানাবুদ চিড়িয়াখানার কর্মীরা

আরও পড়ুন: তরুণীর গায়ে রাশিয়ার পতাকা, ইউক্রেনের পতাকা জড়িয়েছেন তরুণ, যুগলের আলিঙ্গনের ছবি ভাইরাল নেট দুনিয়ায়

আরও পড়ুন: বর্শা হাতে সন্ন্যাসিনী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ভাইরাল এই ছবি, আসল রহস্য জানেন?