Viral: তরুণীর গায়ে রাশিয়ার পতাকা, ইউক্রেনের পতাকা জড়িয়েছেন তরুণ, যুগলের আলিঙ্গনের ছবি ভাইরাল নেট দুনিয়ায়
Viral: যে ছবি নিয়ে এত হইচই হচ্ছে, জানা গিয়েছে সেটি ২০১৯ সালের একটি কনসার্টে তোলা। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে এমনটা জানা গিয়েছে।
ইউক্রেনে (Ukraine) হামলা করেছে রাশিয়া (Russia)। শান্তির বার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে বিভিন্ন ছবি, ভিডিয়ো। এই তালিকায় রয়েছে পুরনো ছবি এবং ভিডিয়োও (Viral Video)। তবে সবকিছুর মধ্যে নজর কেড়েছে একটি ছবি। সেখানে দেখা গিয়েছে এক যুগলকে। তাঁদের মধ্যে একজনের গায়ে রয়েছে রাশিয়ার পতাকা। অন্যজনের গায়ে মোড়ানোর রয়েছে ইউক্রেনের পতাকা। মেয়েটির গায়ে রয়েছে রাশিয়ার পতাকা। আর তাঁর প্রেমিকের গায়ে রয়েছে ইউক্রেনের পতাকা। সৌজন্য, শান্তি এবং সহমর্মিতার বার্তা দিয়ে এই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন অনেকেই। এমনকি টুইট করেছেন কংগ্রেসের সাংসদ শশী থারুরও। টুইট করে শহসী থারুর লিখেছেন, ‘মর্মস্পর্শীঃ ইউক্রেনের পতাকা গায়ে জড়ানো এক যুবক আলিঙ্গন করে রয়েছে রাশিয়ার পতাকা গায়ে জড়ানো এক তরুণীকে। আসুন আমরা আশা করু যুদ্ধ এবং দ্বন্দ্বের উপরে ভালবাসা, শান্তি এবং সহাবস্থানের জয় হবে।’
View this post on Instagram
তবে যে ছবি নিয়ে এত হইচই হচ্ছে, জানা গিয়েছে সেটি ২০১৯ সালের একটি কনসার্টে তোলা। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে রাশিয়ার তরুণী জুলিয়ানা কুজনেৎসোভা তাঁর ইউক্রেনের প্রেমিক পোল্যান্ডে একটি কনসার্ট দেখতে গিয়েছিলেন। সেখানে তাঁরা দেখতে পান এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক পতাকা। সেখানেই তাঁরা ঠিক করেন নিজেদের দেশের পতাকা গায়ে জড়িয়ে একে অন্যকে আলিঙ্গন করবেন। ২০১৯ সালেই ওই রুশ তরুণী ওয়াশিংটন পোস্টের একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তাঁদের এই ছবির সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই। সেই সঙ্গে তিনি এও বলেন যে ইন্টারনেট মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ার পর বুঝতে পেরেছিলেন হয়তো এই একটা ছবি কিছু মানুষকে আশা-ভরসা দিতে পারে যে যাই হোক সব ঠিক হয়ে যাবে, ভালবাসার জয় হবে।
২০১৯ সালে মানে আজ থেকে তিন বছর আগে এই ছবি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছিল। ফের ২০২২ সালে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সময় নতুন করে এই ছবি ভাইরাল হয়েছে। নেটিজ়েনরা এই ছবি শেয়ার করে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে শান্তির বার্তা দিচ্ছেন। সকলকে আশ্বাস দিচ্ছেন যে সব ঠিক হয়ে যাবে। আবার সুদিন দেখবেন সকলে।
আরও পড়ুন- Viral Video: ফোন চুরি করতে এল চোর, আর তারই বাইক নিয়ে চম্পট দিলেন মোবাইলের মালকিন!
আরও পড়ুন- Viral Video: বারণ সত্ত্বেও স্কুলে ফোন, পড়ুয়াদের ফোনগুলি এক এক করে পুড়িয়ে দিলেন শিক্ষিকা