Viral Video: গাড়ির কাঁচ ভেঙে রাস্তায় নামল কুমির! বাগে আনতে নাস্তানাবুদ চিড়িয়াখানার কর্মীরা
Crocodile Escape Florida: গাড়ির জানলা ভেঙে বেরিয়ে এল একটি কুমির। আর ব্যস্ততম রাস্তায় সেই কুমিরকে বাগে আনতেই নাস্তানাবুদ হতে হল একটি চিড়িয়াখানার কর্মচারীদের।
গাড়ির জানলা ভেঙে বেরিয়ে এল একটি কুমির (Crocodile)। আর ব্যস্ততম রাস্তায় সেই কুমিরকে বাগে আনতেই নাস্তানাবুদ হতে হল একটি চিড়িয়াখানার কর্মচারীদের। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা (Florida) শহরে। চিড়িয়াখানার আর একটি অংশে সেই কুমিরটিকে স্থানান্তর করা হচ্ছিল। একটি ভ্যানের মধ্যেই ছিল সেই কুমির। আর যাত্রাপথেই ঘটে যায় অঘটন। রাস্তা দিয়ে সেই সময় যাঁরা যাচ্ছিলেন, তাঁরা সেই ভিডিয়োটি রেকর্ড করেন। পরবর্তীতে ফ্লোরিডার সেন্ট অগাস্টিন অ্যালিগেটর ফার্ম জুলজিক্যাল পার্কের তরফে ফেসবুকে পোস্ট করা হয়। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো (Viral Video)। খুব অল্প সময়ের মধ্যেই আড়াই লক্ষেরও বেশি ভিউ ছাপিয়ে গিয়েছে ভিডিয়োটির।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে চিড়িয়াখানার দুই কর্মীকে দেখা গিয়েছে ওই কুমিরটিকে বাগে আনারা চেষ্টা করতে। তাঁদের একজনের নাম কারসিন ম্যাকক্রিডি এবং অপরজন জেন অ্যান্ডারসন। যতরকম ভাবে সম্ভব, সেই সব উপায়ে কুমিরটিকে রাস্তা থেকে গাড়িতে তোলার চেষ্টা করতে দেখা গিয়েছে চিড়িয়াখানার ওই দুই কর্মীকে।
ওই সরীসৃপটিকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তার জানলা ভেঙে ফেলে সে। আর তার পরই গাড়ি থেকে সোজা রাস্তায় চলাফেরা করতে শুরু করে দেয়। সৌভাগ্যবশত, ভ্যানে থাকা চিড়িয়াখানার মহিলাকর্মীদের সঙ্গে ছিলেন রায়ান এবং ডোনাল্ড নামের দুই পুরুষ। শেষমেশ তাঁদের সাহায্যেই কুমিরটিকে ধরার কাজটি সহজ হয়ে ওঠে। সেই সময়ই রাস্তায় গাড়িতে চড়ে যাচ্ছিলেন জেসিকা স্টার নামের একজন। তিনিই এই ভিডিয়োটি রেকর্ড করেন।
অবশেষে কুমিরটিকে নিরাপদে তার নতুন বাড়িতে নামিয়ে দেওয়া হয়। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়, “এই ধরনের কাজের জন্যই আমরা ব্যাপক ভাবে প্রশিক্ষিত হই এবং এই মুহুর্তগুলির জন্য সদা প্রস্তুত থাকি আমরা। আজকে কিছু ক্ষণ আগেই আমরা কুমিরদের চিড়িয়াখানার অন্য এলাকায় স্থানান্তরিত করছিলাম। তাদের সুরক্ষিত করে আমাদের চিড়িয়াখানার ভ্যানে রাখা হয়েছিল। এই প্রাণীটি ভ্যানের পিছনের জানালার কাচ ভেঙে রাস্তায় নেমে পড়ে। আমাদের ক্রু এটিকে পুনরুদ্ধার করতে এবং নিরাপদে এটির নতুন আবাসস্থলে পৌঁছে দেওয়ার জন্য দ্রুত কাজ করেছিল। প্রাণীটির মুখ সুরক্ষিত থাকায় কোনও সময়েই কোনও সত্যিকারের বিপদ ছিল না।”
কুমিরটিকে যে দুই নারী উদ্ধার করেছেন, তাঁদের কৃতিত্ব দিয়েছে ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পোস্টে বলা হয়েছে, ” নারীশক্তি সত্যিই চিত্তাকর্ষক! কারসিন (সরীসৃপ রক্ষক) এবং জেন (জেনারেল কিউরেটর) রায়ান এবং ডোনাল্ডের সহায়তায় এটি পুনরুদ্ধার করেছিলেন।”
আরও পড়ুন: বর্শা হাতে সন্ন্যাসিনী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ভাইরাল এই ছবি, আসল রহস্য জানেন?
আরও পড়ুন: ‘পুতিনের সঙ্গেও এমনটাই হবে’, যুদ্ধকালে ঈগলের ভাইরাল ভিডিয়ো দেখে মন্তব্য নেটিজ়েনদের