AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: এক্কেবারে দেশি জুগাড়, গাড়ির পিঠে গাড়ি উঠে ছুটল রাজপথে, ভিডিয়ো ভাইরাল

Mahindra Bolero Pickup Viral Video: সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে মারুতি ইর্টিগার মতো গাড়িকে তুলে নিয়ে যাচ্ছে মাহিন্দ্রা বোলেরো পিকআপ। এই ভিডিয়ো দেখে অধিকাংশ নেটিজ়েনদের হুঁশ উড়ে গিয়েছে।

Viral Video: এক্কেবারে দেশি জুগাড়, গাড়ির পিঠে গাড়ি উঠে ছুটল রাজপথে, ভিডিয়ো ভাইরাল
| Edited By: | Updated on: Mar 17, 2023 | 10:09 AM
Share

Latest Viral Video: বর্তমানে ভারতের রাস্তায় অনেক বিলাশবহুল গাড়ি চলতে দেখেছেন। যদিয় এই চল বিগত কয়েক বছরে বেশ বেড়েছে। আবার পথ চলতে আপনি নিশ্চয়ই অনেক গাড়িকে (Car) খারাপ হতে দেখেছেন। কখনও বা কোনও গাড়িকে ক্রেনে করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাও দেখেছেন। কারণ এই সব কিছুই স্বাভাবিক ব্য়াপার, কিন্তু অস্বাভাবিক ব্য়পার হল যখন একটি গাড়ি অন্য় একটি গাড়িতে চেপে রাস্তায় যায়। ভাবছেন এ আবার কেমন কথা। সোশ্য়াল মিডিয়ায় (Social Medis) এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে মারুতি ইর্টিগার মতো গাড়িকে তুলে নিয়ে যাচ্ছে মাহিন্দ্রা বোলেরো পিকআপ। এই ভিডিয়ো দেখে অধিকাংশ নেটিজ়েনদের হুঁশ উড়ে গিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি মাহিন্দ্রা বোলেরো রাস্তায় বেশ দ্রুত গতিতেই চলছে। কিন্তু আপনার প্রথমেই চোখ যাবে বোলেরোর পিছনের লাগেজের বগিতে। এ কী কাণ্ড! লাগেজের জায়গায় আস্ত একটি চার চাকা গাড়ি। তাও আবার যে সে গাড়ি না। মস্ত বড় মারুতি সুজ়ুকির ইর্টিগা। ভিডিয়োটি দেখার সময়, আপনার মাথায় একটাই প্রশ্ন আসবে যে, ইর্টিগার মতো গাড়িটি বোলেরো পিকআপে ধরল কীভাবে।রাস্তায় বাইক নিয়ে যাওয়া অন্য় এক ব্য়ক্তি এই ভিডিয়োটি করেছেন।

View this post on Instagram

A post shared by Rajesh Pamecha (@rajpam14)

ভাইরাল হওয়া ভিডিয়োটি রাজেশ নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী তার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। আর তারপর থেকেই অধিকাংশ নেটিজ়েনের নজর কেড়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত ভিডিয়োটি 44 হাজারের বেশি লাইক ও 8 লাখ 58 হাজার ভিউ হয়েছে। এছাড়াও, শত শত ব্যবহারকারী এই ভিডিয়োয় কমেন্ট করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘মাহিন্দ্রা বোলেরো পিকআপ যে কতটি শক্তিশালী তা এই ভিডিয়োতে স্পষ্ট।’ আর একজন লিখেছেন, ‘আধুনিক সমস্যার আধুনিক সমাধান বোধয় একেই বলে। যদিও আমরা ভারতীয়রা সবকিছু করতে পারি।