Viral Video: মাঝ সমুদ্রে মুখোমুখি সাপ! তারপর কী হল দেখুন ভাইরাল ভিডিয়োয়

TV9 Bangla Digital | Edited By: megha

Sep 01, 2021 | 8:37 PM

বোটিং করা ওই ব্যক্তিও একই রকম অনুভব করেছিলেন। তবে শেষ অবধি তিনি ওখান থেকে বেরোতে পেরেছেন এবং সেই ঘটনাই ক্যামেরা বন্দি করেন তিনি।

Viral Video: মাঝ সমুদ্রে মুখোমুখি সাপ! তারপর কী হল দেখুন ভাইরাল ভিডিয়োয়
মাঝ সমুদ্রে সাপ

Follow Us

আপনি হয়তো অনেক ধরনের রিল ও টিকটক ভিডিয়ো ভিডিয়ো দেখেছেন। তার মধ্যে মাঝ সমুদ্রের ভিডিয়োও নেহাত কম নয়। তার মধ্যে হয়তো এমন কোনও ভিডিয়ো দেখেননি, যা দেখে আপনার ভয় লাগতে পারে। আমরা সাপের নাম শুনলেই চমকে উঠি, আর যদি একদম সামনে সাপ চলে আসে তাহলে বিষয়টা খুব বিপদজনক হয়ে দাঁড়ায়।

ইনস্টাগ্রামে এবার এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যা দেখে সত্যি আপনি চমকে উঠবেন। একজন ভদ্রলোক গভীর সমুদ্রে বোটিং করতে যান। সেখানে গিয়ে সে মুখোমুখি হয় এক বিশাল বড় সাপের সাথে। সেখানেই সে তার জীবন পুনরুদ্ধারের ভিডিয়ো ক্যামেরা বন্দি করেছে।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো..

ভদ্রলোক মাঝ সমুদ্রে বোটিং করতে গিয়েছিলেন। নীল সমুদ্রের জলে তিনি খুঁজে পান একটি সাপকে। সেই ছবিই তিনি ভিডিয়ো করেছেন নিজের মোবাইল ফোনে এবং পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিয়োটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই ধরনের অপ্রত্যাশিত বিবর্তনের সাথে যে কোনও মানুষ একবারে ছিন্নভিন্ন হয়ে যায়। বোটিং করা ওই ব্যক্তিও একই রকম অনুভব করেছিলেন। তবে শেষ অবধি তিনি ওখান থেকে বেরোতে পেরেছেন এবং সেই ঘটনাই ক্যামেরা বন্দি করেন তিনি।

পোস্ট করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে, দূর থেকে একটি সাপকে আসতে দেখা যাচ্ছে। তাকে দেখা মাত্রই ওই ব্যক্তি নৌকা নিয়ে তার দিকে ছুটে যায়। আস্তে আস্তে সাপটি নৌকার  একদম সামনে চলে আসে এবং নৌকার ওপর মুখ বাড়ায়। তারপরেই দেখা যায় যে, লোকটি হাত দিয়ে তাকে থামার জন্য যেন ইশারা করছে। হয়তো সাপটিও এই ইঙ্গিত বুঝতে পারে। তাই লোকটির হাত নাড়া দেখে নৌকা থেকে দূরে চলে যায় এবং সমুদ্রের মধ্যে ডুবে যায়। ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় সাপটি। কিন্তু আনন্দ চেপে রাখতে পারেনি লোকটি। তার সেই আনন্দই প্রতিফলিত হয়েছে ভিডিয়োতেও।

ভিডিয়োটি ব্রোডাইমস নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করার পাশাপাশি তিনি ক্যাপশনে লিখেছেন যে, সামুদ্রিক সাপ সাধারণত মানুষকে এড়িয়ে চলে, তবে বছরের এই সময়টি তারা খুব সক্রিয় হয়। তাঁর ক্যাপশন থেকেই জানা যায় যে অদৃশ্য হওয়ার আগে মুহূর্ত অবধি সাপটি তার প্যাডেল বোর্ডকে অনুসরণ করেছিল। ভিডিয়োটি পোস্ট করা মাত্রই এটি ৭২৯ হাজার ভিউ অর্জন করেছে।

আরও পড়ুন: উড়ন্ত ড্রোন খেয়ে নিল কুমির! ভিডিয়ো শেয়ার করে তাক লাগালেন সুন্দর পিচাই

Next Article