e Viral Video: মুরগির খাঁচায় আটকে ছটফট করছিল বিরাট সাপ, খালি হাতে ধরে মুক্তির স্বাদ দিলেন উদ্ধারকারী - Bengali News | Man Catches Big Snake With Bare Hands, Watch Shocking Video | TV9 Bangla News

Viral Video: মুরগির খাঁচায় আটকে ছটফট করছিল বিরাট সাপ, খালি হাতে ধরে মুক্তির স্বাদ দিলেন উদ্ধারকারী

Viral Video Today: এতটাই ধৈর্যের সঙ্গে ঠান্ডা মাথায় নবীন এই সাপটি উদ্ধার করলেন, দেখার পরে অনেকেরই মনে হতে পারে এটি যেন রবার বা প্লাস্টিকের তৈরি সাপ। অনেকেই ভিডিয়োটি দেখার পরেও অনেকে প্রশ্ন করেছেন, 'এই মানুষটা এত সাহস পান কোথা থেকে?'

Viral Video: মুরগির খাঁচায় আটকে ছটফট করছিল বিরাট সাপ, খালি হাতে ধরে মুক্তির স্বাদ দিলেন উদ্ধারকারী
'এই মানুষটা এত সাহস পান কোথা থেকে?'

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 11, 2023 | 6:21 PM

Latest Viral Video: খুব শক্তিশালী মানুষও সাপ দেখলে ভয় পান। আচম্বিতে যদি তারা আমাদের নজরে চলে আসে, আঁতকে উঠি আমরা। তাই তো সাপ দেখে আমরা উদ্ধারকারী দলকে তড়িঘড়ি খবর দিই। আর তাঁরা এসে যে ভাবে সাপ উদ্ধার করেন, তা দেখে অবাক হওয়া ছাড়া দ্বিতীয় আর কোনও উপায় থাকে না। সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, সাপ উদ্ধার করতে এসে অবাক কাণ্ড ঘটালেন এক ব্যক্তি। খালি হাতেই তিনি ধরলেন বিষাক্ত বিশালাকার সাপ, যা ঢুকে পড়েছিল একটি বাড়িতে।

ইনস্টাগ্রামে Snake_Naveen নামক হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। আসলে নবীন নামের ওই ব্যক্তি সাপ উদ্ধারকারী হিসেবেই কাজ করেন। ইনস্টাগ্রাম, ইউটিউবে তাঁর একটা বড় সংখ্যক ফলোয়ার রয়েছে। প্রতিদিনই একপ্রকার নিয়ম করে কোনও না কোনও বিষধর সাপ উদ্ধারের ভিডিয়ো শেয়ার করে থাকেন তিনি। আর যে কায়দায় তিনি সাপ উদ্ধার করেন, তা নেটিজ়েনদের একটা বড় অংশের মধ্যে খুবই জনপ্রিয়।

এই ভিডিয়োর ক্ষেত্রেও ঠিক সেরকমটাই দেখা গিয়েছে। এতটাই ধৈর্যের সঙ্গে ঠান্ডা মাথায় নবীন এই সাপটি উদ্ধার করলেন, দেখার পরে অনেকেরই মনে হতে পারে এটি যেন রবার বা প্লাস্টিকের তৈরি সাপ। অনেকেই ভিডিয়োটি দেখার পরেও অনেকে প্রশ্ন করেছেন, ‘এই মানুষটা এত সাহস পান কোথা থেকে?’


ভিডিয়ো শুরু হতেই দেখা গেল, একটি বাড়ির মধ্যে প্রবেশ করছেন নবীন। সেই বাড়ির মালিক তাঁকে চিনিয়ে-চিনিয়ে বাগানের দিকে নিয়ে যাচ্ছেন। প্রথমে ওই বাগানে দেখা গেল, কয়েকটি মুরগি ভয়ে ইতস্তত ঘোরাফেরা করছে। আর একটি খাঁচা থেকে দুটি মুরগি তারস্বরে চিৎকার করছে। সেই খাঁচাতেই ঢুকে পড়েছিল সাপটি। সেটি ওই মুরগি দুটিকে কোনও ভাবে বিরক্ত করছিল না ঠিকই। তবে মুরগি দুটি ভয়ে তটস্থ হয়ে গিয়েছিল।

এখন নবীন সেখানে গিয়ে খাঁচা থেকে আজব কায়দায় সাপটিকে উদ্ধার করেন, যা দেখে নেটিজ়েনদের চোখ চড়কবৃক্ষে উঠেছে।