Viral Video: চাটনিতে ডুবিয়ে জ্যান্ত কাঁকড়া বিছে মুখে ভরছেন টপাটপ! ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল

Viral Video Today: আপনি যেমন চাটনি দিয়ে মোমো খান, এই ব্যক্তিও ঠিক সেই ভাবেই চাটনি দিয়ে ওই কাঁকড়া বিছেটি খাচ্ছেন। আশ্চর্যজনক বিষয়টি হল, জীবন্ত অবস্থাতেই চাটনি দিয়ে বিষাক্ত বিছেগুলিকে খাচ্ছিলেন তিনি। ভিডিয়োতে দেখা গেল, একটি পাত্রে দুধের মধ্যে বেশ কয়েকটি কাঁকড়া বিছে কিলবিল করছে।

Viral Video: চাটনিতে ডুবিয়ে জ্যান্ত কাঁকড়া বিছে মুখে ভরছেন টপাটপ! ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল
শেষে কি না জ্যান্ত কাঁকড়া বিছে খেয়ে নিলেন?

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 09, 2023 | 7:48 PM

Latest Viral Video: পৃথিবীতে এমন অনেক জায়গা আছে, যেখানে মানুষ এমনই কিছু খাবার খান বা পানীয় পান করেন, যা দেখে তাজ্জব হয়ে যেতে হয় আমাদের। কিছু মানুষ আছেন যাঁরা নিরামিষ খাবার খান, কোনও পশু বা প্রাণীর মাংস তাঁরা কখনই খান না। কিন্তু কিছু মানুষ আবার খাদ্যাভ্যাসের কারণে বিষাক্ত এবং ক্ষতিকারক প্রাণীদেরও খেয়ে ফেলতে বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করেন না। সেরকমই একটা ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে বিষাক্ত একটি কাঁকড়া বিছেকে খেতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে।

সোশ্যাল মিডিয়ায় আমরা অদ্ভুত থেকে উদ্ভট সব রকমেরই ভিডিয়ো দেখেছি। কিন্তু এমন কোনও ভিডিয়ো কি আপনার নজরে এসেছে, যেখানে বিষাক্ত কাঁকড়া বিছে খেয়ে নিচ্ছেন একজন মানুষ? চিন, ভিয়েতনামের মতো দেশে মানুষজন ব্যাঙ, ইঁদুর, এমনকি পোকামাকড়ও খেয়ে থাকেন। কিন্তু তা বলে কি কেউ বিছে খাবেন? ঠিক সেই কারণেই এই ভিডিয়ো দেখার পরে আপনার হুঁশ উড়ে যেতে পারে।


আপনি যেমন চাটনি দিয়ে মোমো খান, এই ব্যক্তিও ঠিক সেই ভাবেই চাটনি দিয়ে ওই কাঁকড়া বিছেটি খাচ্ছেন। আশ্চর্যজনক বিষয়টি হল, জীবন্ত অবস্থাতেই চাটনি দিয়ে বিষাক্ত বিছেগুলিকে খাচ্ছিলেন তিনি। ভিডিয়োতে দেখা গেল, একটি পাত্রে দুধের মধ্যে বেশ কয়েকটি কাঁকড়া বিছে কিলবিল করছে। দুধে চিনি মেশানোর মতোই তিনি ওই বিছেগুলিকে দুধে মেশানোর চেষ্টা করছিলেন। চামচে করে তারপর সেখান থেকে একটি করে বিছে নেন এবং চাটনিতে ডুবিয়ে সেগুলি খেতে থাকেন।

ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে asrare.penhan নামক একটি হ্যান্ডেল থেকে। প্রায় 7 লাখেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়ো, কমেন্টও করেছেন বিপুল সংখ্যক মানুষ। ব্যবহারকারীদের একজন বলেছেন, ‘খাওয়ার আগে এই বিছেগুলিকে মেরে ফেলুন অন্তত।’ দ্বিতীয় জনের বক্তব্য, ‘আশা করি, ঈশ্বর আপনাকে অনেক ব্যাথা দেবেন।’