Viral Video: গিয়েছিলেন ছবি তুলতে, হাতির তাড়া খেয়ে জঙ্গল থেকে মারছুট দিলেন ব্যক্তি

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 12, 2023 | 7:56 PM

Viral Video Today: ঘটনাটি কেরালার ওয়ানাড মুথাঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে (Wayanad Muthanga Wildlife Sanctuary) ঘটেছে। সেখানেই প্রবেশ করেছিলেন ওই ব্যক্তি। বড় ইচ্ছে ছিল, হাতির সঙ্গে সেলফি তুলবেন। কিন্তু সেই সেলফি যে আদতে তাঁর জন্য এমনতর মরণফাঁদ পেতে রেখেছে, তা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি।

Viral Video: গিয়েছিলেন ছবি তুলতে, হাতির তাড়া খেয়ে জঙ্গল থেকে মারছুট দিলেন ব্যক্তি
হাতির সঙ্গে ছবি তোলার সাধ মিলল কয়েক সেকেন্ডে।

Follow Us

Latest Viral Video: জঙ্গলে গিয়ে হাতিকে উত্যক্ত করার পরিণাম যে কী হতে পারে, হাতেনাতে তার প্রমাণ পেলেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সেখানেই দেখা গিয়েছে, জঙ্গল থেকে তাড়া করতে-করতে এক ব্যক্তিকে রাস্তায় নিয়ে এসেছে ক্রুদ্ধ হাতি (Elephant)। ঘটনাটি কেরালার ওয়ানাড মুথাঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে (Wayanad Muthanga Wildlife Sanctuary) ঘটেছে। সেখানেই প্রবেশ করেছিলেন ওই ব্যক্তি। বড় ইচ্ছে ছিল, হাতির সঙ্গে সেলফি তুলবেন। কিন্তু সেই সেলফি যে আদতে তাঁর জন্য এমনতর মরণফাঁদ পেতে রেখেছে, তা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। যদিও ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কোনও ক্রমে তিনি পালিয়ে বাঁচেন। কিন্তু যে শিক্ষা পেয়েছেন, তাতে তিনি হাতির সঙ্গে সেলফি তোলার কথা আর দিবাস্বপ্নেও ভাববেন না।

ভিডিয়োতে দেখা গিয়েছে, নিজের প্রাণ বাঁচাতে জঙ্গলের ভিতর থেকে মার ছুট দিয়ে রাস্তায় পালানোর চেষ্টা করছে এক ব্যক্তি। আর তাঁর পিছু-পিছুই তাড়া করতে দেখা গিয়েছে একটি হাতিকে। সেই সময়েই রাস্তা গিয়ে আর যে সব মানুষজন যাচ্ছিলেন, তাঁরা জোরে চিৎকার শুরু করে দেন। সেই চিৎকারের শব্দ শুনেই শেষমেশ হাতিটি পলায়ন করে এবং ওই ব্যক্তিও প্রাণে বাঁচেন। তবে ছাড় পাননি ওই ব্যক্তি। বনবিভাগ পরবর্তীতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে হেফাজতে নেয়।


ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে নতুন করে বিতর্কের শুরু হয়েছে। অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কীভাবে বন্যপ্রাণীদের মানুষ বিরক্ত করে সেই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজ়েনদের একাংশ। নেটিজ়েনদের অনেকেই বলেছেন, এভাবে বন্যপ্রাণীদের বিরক্ত করতে গিয়ে তার ভয়ঙ্কর পরিণামের সম্মুখীন হয়েছেন অনেক মানুষ। কিন্তু তারপরেও মানুষ সজাগ নন বলে ভর্ৎসনা করেছেন অনেকে।

নেটিজ়েনদের একজন লিখছেন, ‘বন্যপ্রাণীদের প্রাকৃতিক আবাসস্থল সবসময়ই সম্মান করা উচিত, সংরক্ষণ করাও খুব জরুরি। বন্যপ্রাণীদের কখনই বিরক্ত করা উচিত নয়। যেসব মানুষজন এই ধরনের কাজগুলি করেন, তাঁদের পৃথিবীতে থাকার কোনও অধিকারই নেই। আসুন, আমরা সকলে একটা নিরাপদ এবং দায়িত্বশীল দূরত্ব থেকে বন্যপ্রাণীর সৌন্দর্যকে লালন ও প্রশংসা করি।’

Next Article