Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral: নতুন সোফায় আয়েষ করে বসতেই মেরুদণ্ডে ঠান্ডা স্রোত! সাপের এমন অর্ভ্যথনায় চমকে গেলেন এই ব্যক্তি

এই প্রজাতির সাপ আমেরিকায় অনেকেই বাড়িতে পোষেন। তাই পাঁচফুটের এই সাপটিকে উদ্ধার করে স্থানীয় একটি পোষ্যের দোকানে রেখে আসে পুলিশ

Viral: নতুন সোফায় আয়েষ করে বসতেই মেরুদণ্ডে ঠান্ডা স্রোত! সাপের এমন অর্ভ্যথনায় চমকে গেলেন এই ব্যক্তি
এই সাপটিই উদ্ধার হয়েছে
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2021 | 7:10 PM

আয়েষ করে সোফায় বসে একটু আরাম পেতে বহুদিন ধরেই একটা সোফার লখোঁজ করছিলেন ফ্লোরিডার এই ব্যক্তি। সেই মতো পৌঁছে যান দোকানেও। অনেক দেখে-বেছে একটি সোফা তাঁর বেস পছন্দ হয়। নরম গদি আর কুশান দেখে তিনি এতটাই গলে গিয়েছিলেন যে সোফার আর খুঁটিনাটি তেমন দেখেননি। এরপর দাম মিটিয়ে একেবারে নিজের অধিকারে বীরদর্পে বসেন সেই সোফার উপর। নরম তুলতুলে সোফায় বসে তিনি মন থেকে খুবই পরিতৃপ্ত হয়েছিলেন। বাড়িতে নতুন সোফা এনে মনে মনে আরও অনেক কিছু তিনি ভেবেও নিয়েছিলেন।

আসল গল্পের শুরু এখান থেকেই। হঠাৎ দেখলেন তাঁর মেরুদণ্ডে কিছু একটা যেন ঠান্ডা ঠেকছে। আর সেই ঠান্ডা বস্তুর ছোঁয়ায় তিনি যেন একটু কেঁপেই উঠলেন। এরপর ঘাড় ঘুরিয়ে দেখেন তাঁর ঠিক পিঠনেই গুটিসুটি মেরে রয়েছে একটি সাপ। আর দেখেই ওই ব্যক্তির অন্তরাত্মা খাঁচাছাড়া হয়ে যাওয়ার উপক্রম। এরপর তিনি যে শুধু সোফা ছেড়ে উঠে পড়লেন তাই নয়, সোজা ফোন করলেন পুলিশে।

পুলিশ এসে সাপটিকে উদ্ধার করে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ওই সাপের ছবিও শেয়ার করেন। সঙ্গে লিখে দেন, ওটি আসলে জাতে অজগর। পুলিশের ওই পোস্ট থেকেই জানা যায়, সোফায় এমন সাপ লুকিয়ে থাকতে দেখে তাঁরাও একটু ভয় পেয়েছিলেন। সাপটিকে শনাক্ত করার পরই তাঁরা তাকে বের করে আনেন সাবধানে। কেউটেটি লম্বায় প্রায় পাঁচ ফুট। পরে অবশ্য সাপটিকে স্থানীয় একটি পশু দোকানে রেখে আসা হয়। পরবর্তীতে অবশ্য পুলিশের তরফে জানানো হয় সাপটি অজগর নয়। তাঁদেরই চিনতে ভুল হয়েছিল। এমন সাপ আমেরিকায় অনেকেই বাড়িতে পোষ্য হিসেবে রাখেন। কারণ সাপটি বিষাক্ত নয়।

তবে ফ্লোরিডার ওই ব্যক্তি অভিযোগ জানিয়েছেন, দোকান থেকে সাপটি তাঁর ঘরে এসেছিল। যখন তিনি সোফাটি কেনেন তখনই সাপ স্বয়ং সেখানে উপস্থিত। কিন্তু দোকানের তরফ থেকে তা কেউ লক্ষ্য করেনি। এমনকী তাঁর হাতে তুলে দেওয়ার আগেও ভাল করে চেক করেনি। লাল লেজ যুক্ত এই বোয়া সাপ আমেরিকায় পোষ্য। এমনই তাঁদের জানানো হয়েছে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের তরফে। মূলত দক্ষিণ ও মধ্য আমেরিকা থেকে এই সাপগুলিকে আনা হয় পোষার জন্য। তবে এই সাপটি কোনও ভাবে জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল। আর তাই আশ্রয় নিয়েছিল সোফার মধ্যে। ফলে এ নিয়ে ভয়ের কিছু নেই। সাপটিকে উদ্ধার করার পর পুলিশ সোফাটিও বাড়ির বাইরে বের করে দেন।

তবে পুলিশের এই অভিযানের প্রশংসা করেছেন নেটিজেনরা। অনেকেই তাঁদের সাহসকে স্যালুট জানিয়েছেন। তবে সেই উদ্ধারকারীর দলে বেশ কিছু মহিলা পুলিশ অফিসারও ছিলেন। আর এমন উদ্ধারকাজে যেখানে তাঁরা ভয় তুচ্ছ করে এগিয়ে এসেছেন তা দেখেই মুগ্ধ ফ্লোরিডার বাসিন্দারা। এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছেন সবাই। তবে এমন ঘটনায় একটু চমকেই গিয়েছেন ফ্লোরিডার মার্লিন পাইন্সের এই বাসিন্দা। এই ঘটনার পর তিনি আবার সোফায় বসে আয়েষ করার সাহস দেখিয়েছিলেন কিনা তা অবশ্য় জানা যায়নি।

আরও পড়ুন : Viral Video: ডেনিম প্যান্ট পরেই সাতপাক ঘুরতে চান কনে! দেখুন ভাইরাল ভিডিয়ো