বাইক, গাড়ি, অটো, সাইকেল এসব নিয়ে অনেকেই অনেক ভিডিয়ো পোস্ট করেন। তার মধ্যে এমন অনেক ভিডিয়োয় মানুষের প্রতিভা ফুটে ওঠে। কয়েকদিন আগেই এক ব্যক্তি গাড়ির যন্ত্রাংশ দিয়ে বিলাসবহুল অটো তৈরি করেছিলেন। ট্রাক্টরেরও অনেক ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকে ট্রাক্টর নিয়ে স্টান্টও করেন। কিন্তু এবার যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তা অন্য সব ভিডিয়ো থেকে আলাদা। প্রতিভা তুলে ধরার চেষ্টা করলেও নেটিজেনরা কিন্তু অনেকেই অদ্ভুদ কমেন্ট করেছেন। এক যুবক ট্রাক্টরের সিটটিকে তাল গাছের মতো উঁচু করে নিয়েছেন। তারপরে তাতে বসে ট্রাক্টর চালাচ্ছেন। ভাইরাল ক্লিপটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন Mahindra and Mahindra-এর কর্ণধার আনন্দ মাহিন্দ্রা (@anandmahindra)। ক্যাপশনে লেখা- “ইন্টারেস্টিং! আমার একটাই প্রশ্ন- কেন? এটার কী দরকার ছিল?” ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক যুবক মাহিন্দ্রা ট্র্যাক্টর চালাচ্ছেন। কিন্তু দেখতে একেবারেই সব ট্রাক্টরের মতো নয়। ট্রাক্টরের সিটটিকে বিরাট উঁচু করা হয়েছে। তারপরে সেই যুবক ওই ট্রাক্টরের উঁচু সিটের উপর বসে তা চালাচ্ছেন। সিট এবং স্টিয়ারিং এমন বিরাট উঁচু দেখে Mahindra and Mahindra-এর কর্ণধার আনন্দ মাহিন্দ্রা এই ভিডিয়োটি শেয়ার না করে থাকতে পারেননি। সেই সঙ্গে ওই ব্যক্তি কেন এমন করলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
Interesting. But I have only one question: WHY? pic.twitter.com/Iee9NZC48E
— anand mahindra (@anandmahindra) November 17, 2023
17 নভেম্বর পোস্ট করা এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 1 লাখেরও বেশি ভিউ পেয়েছে। 15 সেকেন্ডের ক্লিপটি দেখে অনেকে অনেক কমেন্টও করেছেন। এক ব্যক্তি লিখেছেন, “এটাকে কি প্রতিভা বলা যাবে। বোকামি ছাড়া হয়তো আর কিছুই নয়।” আরও এক কমেন্ট করেছেন, “এমনটা না করলেই তো হতো। দেখে মনে হচ্ছে এমনভাবে যুবকটির চালাতে বেশি অসুবিধাই হচ্ছে।”