AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: সরকারি পরিষেবা নিয়ে তীব্র তিক্ততা, পুরসভা অফিসে সাপ ছেড়ে দিলেন ব্যক্তি

Viral Video Today: সরকারি উদাসীনতা নিয়ে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনে অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর অভিযোগে গুরুত্ব দেননি সরকারি অফিসাররা। তিনি তখন প্রচণ্ড রেগে গিয়ে ওয়ার্ড অফিসের টেবিলে জ্যান্ত একটা সাপ ছেড়ে দেন।

Viral Video: সরকারি পরিষেবা নিয়ে তীব্র তিক্ততা, পুরসভা অফিসে সাপ ছেড়ে দিলেন ব্যক্তি
সরকারি অফিসের উপরে রেগে ছেড়ে দিলেন সাপ!
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 9:30 PM
Share

Latest Viral Video: এই সোশ্যাল মিডিয়া শুধুই মজাদার সব ঘটনা, বিস্ময়কর ভিডিয়োয় পরিপূর্ণ। এখানে কখন যে আপনি কী দেখবেন, আর কী দেখতে পাবেন, আগেভাগে তার বিন্দুমাত্রও আন্দাজ করতে পারবেন না। সেরকমই একটা ঘটনা নেটদুনিয়ায় একদিকে যেমন মানুষজনকে হাসিয়েছে, তেমনই আবার ভয়ও ধরিয়ছে।

হায়দরাবাদের একটি সরকারি অফিসে অভিযোগ জানাতে গিয়েছিলেন এক ব্যক্তি। পরিষেবা না পেয়ে তীব্র ক্ষুদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু তাঁর অভিযোগে কর্ণপাত করেনি কেউ। রেগেমেগে শেষমেশ তিনি যে কাণ্ড বাঁধালেন, তা দেখার পর ওই সরকারি অফিসের কর্মীদের চক্ষু চড়কগাছ।

সরকারি উদাসীনতা নিয়ে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনে অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর অভিযোগে গুরুত্ব দেননি সরকারি অফিসাররা। তিনি তখন প্রচণ্ড রেগে গিয়ে ওয়ার্ড অফিসের টেবিলে জ্যান্ত একটা সাপ ছেড়ে দেন। জানা গিয়েছে, সাপটি ওই ব্যক্তির বাড়িতে ঢুকেছিল। তিনি নিজের হাতেই সেই সাপটিকে ধরে GHMC ওয়ার্ড অফিসে ছেড়ে দিয়ে আসেন।

গত মঙ্গলবার আলওয়ালের সরকারি অফিসে ঘটনাটি ঘটে। ভিডিয়োটি বুধবার টুইটার শেয়ার করা হয়। তারপর থেকে ব্যাপক ভাইরাল হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত জিএইচএমসি আধিকারিকদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এদিকে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে হায়দরাবাদে। শহরের একাধিক নিচু এলাকা এখনও জলমগ্ন অবস্থায় রয়েছে।