সাপেদের ভয়ে পালিয়ে যান অনেক মানুষ। কিন্তু কিছু মানুষ সেই সাপেদের সঙ্গেই ছেলেখেলা করতে যান, আর তাতে বিপদ বাড়ান। নিজেদের মূর্খতার কারণেই জীবনের ঝুঁকি নিতে কুণ্ঠা বোধ করেন না অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সেরকমই একটা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। বড় সাধ করে বিশাল একটা অজগরের সঙ্গে পোজ় দিয়ে ছবি তুলতে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু শেষমেশ এমনই ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল, কোনও রকমে প্রাণে বাঁচলেন সেই ব্যক্তি।
ভিডিয়োতে দেখা গেল দুই হাতে অজগরটিকে ধরে আছেন ওই ব্যক্তি। তারপর হঠাৎই অজগরটিকে চুম্বন করতে গেলেন তিনি। ব্যস আর দেখে কে! এতো আর কোনও বাচ্চা নয় যে, আদর করে একটা চুমু খাবেন! এ যে বিশালাকার অজগর। সাপকে সাধ করে চুমু খেতে যাওয়ার জবাব মুহূর্তে পেয়ে গেলেন ওই ব্যক্তি। অজগরটি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির গালে কামড়ে দেয়। ব্যাথায় কাতর ব্যক্তি তখন সাপটিকে নিজের গাল থেকে ছাড়ানোর মরিয়া চেষ্টা করে যান। কিন্তু সাপটা এমনই জোরে চেপে ধরে যে, তাকে ছাড়ানো বস্তুত কঠিন কাজ হয়ে যায়।
দীর্ঘ সময়ের জন্য যেন ব্যক্তির গাল দাঁতে করে চেপে ধরেছিল সাপটি। প্রায় 15 সেকেন্ডেরও বেশি সময় ধরে কামড় দেয়। গুরুতর ভাবে আহত হন ওই ব্যক্তি। 32 সেকেন্ডের এই ভিডিয়োটি ‘দ্য রিয়েল টারজান’ ইনস্টা হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। কয়েক লাখ ভিউ হয়েছে এই ভিডিয়োর। অনেক মানুষ কমেন্টও করেছেন। প্রায় 5 হাজারেরও বেশি লাইক পড়েছে ভিডিয়োতে।
একজন লিখছেন, ‘এটা বোকামির ফল।’ আর একজন যোগ করে বললেন, ‘নারীরা কেন পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে? এই ভিডিয়োই মনে হচ্ছে তা বলে দিল।’ আর একজন যোগ করে বললেন, ‘কোথায় এবং কীভাবে সাপ ধরতে হয় তার কোনও প্রশিক্ষণ লোকটার নেওয়া নেই।’
কেউ কেউ আবার ক্যামেরাম্যানের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, চোখের সামনে সবকিছু দেখার পরেও কেন তিনি বাঁচাতে এগিয়ে এলেন না। একজন ব্যবহারকারী ব্যঙ্গ করে লিখেছেন, ‘ক্যামেরাম্যানকে শ্রদ্ধা জানাই যে, তিনি সাহায্য করতে এগিয়ে আসেননি।’