ম্যাঙ্গালুরুর সেই মেয়েটার কথা মনে আছে? দু’হাতে লিখতে পারে যে মেয়েটা? ছোট্ট মেয়েটার এহেন ব্যতিক্রমী পারদর্শিতায় হার মানতে পারেন রিল লাইফের প্রিন্সিপাল ‘ভাইরাস’। ‘থ্রি ইডিয়টস’-এর বীরু শাস্ত্রবুদ্ধের কথা বলছিলাম। আর এখন কথা হচ্ছে, ম্যাঙ্গালুরুর আদি স্বরূপা নামের মেয়েটি। সেই আদিরই পুরনো একটি ভিডিয়ো নতুন করে ভাইরাল হয়েছে। বোর্ডে লিখতে সে দুটো হাত ব্যবহার করে। ভাইরাল ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সাদা চক ধরে একই সময়ে দুই হাতে করে অনর্গল লিখে চলেছে ছোট্ট মেয়েটি। তার থেকেও বড় কথা, যে গতিতে সে লিখছে, তা অবাক করে দিতে পারে যে কাউকে। শুধু তাই নয়। উল্টো দিক থেকেও লিখতে পারে সে।
বিপরীত দিক থেকে দ্রুত লিখতে শুরু করে একই সময়ে দুটি পৃথক বাক্য সম্পূর্ণ করতে পারে সে। যে টুইটার ব্যবহারকারী এই ভিডিয়ো শেয়ার করেছেন, তাঁর বক্তব্য আদি 11টি ভিন্ন স্টাইলে লিখতে পারেন। ইতিমধ্যেই সে এক মিনিটে তার উভয় হাত ব্যবহার করে সর্বাধিক সংখ্যক শব্দ লেখার বিশ্ব রেকর্ড অর্জন করেছে। এহেন দক্ষতার জন্য সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও জায়গা করে নিয়েছে।
ভিডিয়োর ক্যাপশনে ওই টুইটার ব্যবহারকারী লিখেছেন, “ম্যাঙ্গালোরের আদি স্বরূপা। 11টি ভিন্ন স্টাইলে লিখতে পারেন। তার মস্তিষ্কের উভয় অংশ একই সময়ে কাজ করে, যা 10 লাখে একজনের মধ্যে দেখা যায়। এই দক্ষতাকে বলা হয় অ্যাম্বিডেক্সটিরিটি বলা হয়।”
She is ‘Aadi Swaroopa’ from Mangalore. She can WRITE in 11 different style. Both Parts of her BRAIN functions at the Same Time, one in a million. Amazing!
This Skill is Known as Ambidexterityhttps://t.co/n3p0LtLksT pic.twitter.com/31g58QrDlb
— Ravi Karkara (@ravikarkara) February 5, 2023
টুইটারে এই ভিডিয়োটি 56,000 এরও বেশি লাইক পেয়েছে এবং 3.2 মিলিয়নেরও বেশি ভিউ সংগ্রহ করেছে। বহু সাধারণ ছাপোষা মানুষের সঙ্গেই এই ভিডিয়ো নজর কেড়েছে সেলিব্রিটিদেরও। অভিনেত্রী এলি আব্রাম এই ভিডিয়ো দেখে হতবাক হওয়ার প্রতিক্রিয়া দিয়েছেন।
অন্য একজন যোগ করেছেন, “আশ্চর্যজনক! একবারে আমরা একটাই কাজ করতে পারি না। এই মেয়েটি আবার দুটো কাজ করছে। দুটো হাতের মধ্যে এতটাই নিবিড় সমন্বয় রয়েছে যে, আমি সত্যিই অবাক হয়ে গিয়েছি।” আর একজন যোগ করলেন, “বিস্ময়কর বালিকা। ঈশ্বর তাঁর সফল জীবনের জন্য আশীর্বাদ করুন।”
এর আগে সংবাদমাধ্যম ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ওই তরুণী জানিয়েছিলেন, গান গাইতে এবং নকলও করতে ভালবাসে সে। আদি স্বরূপা একই সঙ্গে ইংরেজি এবং কন্নড় ভাষায় লিখতে পারেন। “আমি একই সঙ্গে ইংরেজি এবং কন্নড় ভাষায় লিখতে পারি। আমি মিমিক্রি এবং গানও করি,” সে সময় তিনি সংবাদ সংস্থাকে বলেছিলেন। উভয় হাত ব্যবহার করে প্রতি মিনিটে প্রায় 45 শব্দ লেখার রেকর্ডও রয়েছে তার ঝুলিতে।