Viral Video: বৈদ্যুতিক তারে ঘুরে বেড়াচ্ছে বিরাট অজগর, কামড় খেয়েও উদ্ধার করলেন ইনি

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 29, 2023 | 6:41 PM

Viral Video Today: ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বৈদ্যুতিক তারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটি বিশালাকার অজগর। তার ফলে শর্ট সার্কিট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেরকম একটা পরিস্থিতিতে মুরারী-সহ তাঁর উদ্ধারকারী দল পৌঁছে যায় ওই সাপটিকে উদ্ধার করতে। খালি হাতে অজগরটিকে ধরতে গেলে উল্টে সে কামড় দেয়।

Viral Video: বৈদ্যুতিক তারে ঘুরে বেড়াচ্ছে বিরাট অজগর, কামড় খেয়েও উদ্ধার করলেন ইনি
কী বিশাল সাপ!

Follow Us

Latest Viral Video: সরীসৃপ পরিবারের সবথেকে শক্তিশালী সাপ হল অজগর, যার আশ্চর্যজনক শক্তি এবং আকারে মানুষ সন্ত্রস্ত হন। একটা ছোট সাপ দেখেও আমরা আমাদের উল্টো পথে হাঁটতে শুরু করে দিই। কিন্তু যখনই একটা অজগর আমাদের সামনে আসে, তখন শুধু রাস্তা পাল্টানো নয়, পড়ি কী মরি করে মারছুট দিই আমরা। শুধু চোখের সামনেই দেখা নয়। টিভির পর্দাতেও আমরা অজগর দেখলে আঁতকে উঠি। তবে এই পৃথিবীতে কিছু এমন সাহসী মানুষও আছেন, যাঁরা সাপদের উদ্ধার করার কাজে নিবেদিত প্রাণ। সাপ যত শক্তিশালীই হোক আর সে যত বড় বিপদেই থাকুক না কেন, বাঁচিয়ে নিয়ে আসেন তাঁরা।

সেরকমই এক আশ্চর্য ব্যক্তির সন্ধান দিয়েছে আজকের সোশ্যাল মিডিয়া। মুরারী নামের সেই ব্যক্তি সাপ উদ্ধার করে থাকেন। তাঁর সেই দুঃসাহসিক কার্যকলাপ তিনি ইনস্টাগ্রামে murliwalehausla24 হ্যান্ডেল থেকে শেয়ার করে থাকেন। সম্প্রতি তিনি একটি অজগর উদ্ধারের ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে।

সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বৈদ্যুতিক তারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটি বিশালাকার অজগর। তার ফলে শর্ট সার্কিট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেরকম একটা পরিস্থিতিতে মুরারী-সহ তাঁর উদ্ধারকারী দল পৌঁছে যায় ওই সাপটিকে উদ্ধার করতে। খালি হাতে অজগরটিকে ধরতে গেলে উল্টে সে কামড় দেয়। প্রাথমিক ভাবে মুরারী নামের ওই উদ্ধারকারী তা বুঝতে পারেননি। তারপরই ঘটে বিপত্তি।


সাপটিকে উদ্ধার করার পর তিনি নিজের হাতে দেখেন, রক্ত বেরোচ্ছে এবং সাপটি যেখানে দাঁত বসিয়ে দিয়েছিল সেখানে দাগও হয়ে গিয়েছে। উত্তর প্রদেশের জৌনপুর এলাকায় এই দুঃসাহসিক কাজে গিয়েছিলেন মুরারী। 26 সেপ্টেম্বর তিনি এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেন। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 1 কোটির বেশি ছাপিয়ে গিয়েছে এবং 6 লাখেরও বেশি লাইক পেয়েছে ভিডিয়োটি।

ব্যবহারকারীরা নানাবিধ মন্তব্য করেছেন। কেউ বলেছেন, ‘এটাই মানবতা। সাপ সে যতই বিপজ্জনক হোক না কেন, তার বিপদে তাকে উদ্ধার তো করতে হবে।’ কেউ আবার বলেছেন, ‘এমন দুঃসাহসিক কাজের জন্য আপনাকে স্যালুট জানাতে চাই।’ মুরারী জানিয়েছেন, এটি একটি ভারতীয় রক পাইথন।

Next Article