Viral Video: রাশিয়ায় বন্ধ হচ্ছে ম্যাকডোনাল্ডস! দোকানের বাইরে দাঁড়িয়ে শয়ে শয়ে গাড়ি, দেখুন ভিডিয়ো

Viral video: চলতি সপ্তাহের শুরুর দিকেই ম্যাকডোনাল্ডসের (McDonald’s) তরফে ঘোষণা করা হয়েছিল যে রাশিয়ায় তাদের ৮৫০টি রেস্তোরাঁ বন্ধ হয়ে যেতে চলেছে। তবে সাময়িক ভাবেই বন্ধ রাখা হবে এই রেস্তোরাঁগুলিকে।

Viral Video: রাশিয়ায় বন্ধ হচ্ছে ম্যাকডোনাল্ডস! দোকানের বাইরে দাঁড়িয়ে শয়ে শয়ে গাড়ি, দেখুন ভিডিয়ো
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2022 | 10:33 PM

রাশিয়াতে বন্ধ হয়ে যাচ্ছে ম্যাকডোনাল্ডস (McDonald’s)। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ (Russia Ukraine War) পরিস্থিতিতে ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার ৮৫০টি রেস্তোরাঁ আপাতত বন্ধ করে দেবেন। আর তার জেরে ভিড় জমে গিয়েছে রাশিয়ার রাস্তাঘাটে। সমস্ত ম্যাকডোনাল্ডসের দোকানের বাইরে সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। এইসব গাড়ির লাইন কোথায় শুরু হয়েছে, আর কোথায়ই বা তার শেষ, বোঝা মুশকিল। তবে এই বিপুল সংখ্যক রেস্তোরাঁ বন্ধ করলেও কর্মীদের কথা ভেবেছেন ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ। আপাতত তাঁদের ৬২ হাজার কর্মী মজুরি দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা।

দেখুন ম্যাকডোনাল্ডসের দোকানের বাইরে দাঁড়ানো গাড়ির ভিড়ের ভাইরাল ভিডিয়ো

সোশ্যাল মিডিয়ায় একটি ১২ সেকেন্ডের ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ম্যাকডোনাল্ডসের দোকানের বাইরে গাড়ির লাইন লেগে গিয়েছে। মস্কোর একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁর বাইরে এই গাড়ির লাইন দেখা গিয়েছে। ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ সাময়িক ভাবে দোকান বন্ধ রাখবেন শুনে বিপুল সংখ্যক মানুষ ম্যাক ডি’র দোকানে জিনিস কেনার জন্য ভিড় করেছেন। এক ঝলক দেখলে মনে হবে মস্কো শহরের সব গাড়িই যেন এই দোকানেই লাইন দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন গাড়িতে বসা যাত্রীরা।

ইউক্রেনে হামলা করেছে রাশিয়ার সেনাবাহিনী। যুদ্ধের কিছুটা প্রভাব পড়বে রাশিয়াতেও। আর সেই আতঙ্কেই বিপুল পরিমাণে শস্য কেনা শুরু করেছেন রাশিয়ার সাধারণ মানুষ। শুধু স্টেপল নয়, অন্যান্য অনেক ক্ষেত্রেই দোকানে ভিড় করে জিনিস কিনে মজুত করে রাখার প্রবণতা দেখা গিয়েছে রাশিয়ার সাধারণ বাসিন্দাদের মধ্যে। আর এই কারণেই অর্থনীতি ও নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগের পর আরও বেশি কড়াকড়ি করেছে রাশিয়া। এর পাশাপাশি আবার এও শোনা গিয়েছে বিভিন্ন ধরনের সংস্থা রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। তাদের মধ্যেই রয়েছে ম্যাকডোনাল্ডস।

চলতি সপ্তাহের শুরুর দিকেই ম্যাকডোনাল্ডসের তরফে ঘোষণা করা হয়েছিল যে রাশিয়ায় তাদের ৮৫০টি রেস্তোরাঁ বন্ধ হয়ে যেতে চলেছে। তবে সাময়িক ভাবেই বন্ধ রাখা হবে এই রেস্তোরাঁগুলিকে। আসলে বিশ্বজুড়ে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে তীব্র সমালোচনা চলছে। রাশিয়া যেভাবে ইউক্রেনে হামলা করেছে তার তীব্র নিন্দা করছেন সকলেই। এই পরিস্থিতিতে ম্যাকডোনাল্ডস কেন এখানও ব্যবসা করছে তাই নিয়েও ক্ষোভের ঝড় উঠেছিল। বিশেষজ্ঞদের অনুমান খানিকটা সেই চাপে পড়েই হয়তো এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ।

আরও পড়ুন- Viral Video: ঠাকুমাকে বাড়ি ফিরতে দেবে না, হাত চেপে ধরে সারমেয়র কাতর মিনতি!

আরও পড়ুন- Viral Video: রাজনীতি কী? ‘গরমেন্ট’-এর কী কাজ? ভগবন্ত মানের উত্তরে সিধুর কী হাসি! লাফটার চ্যালেঞ্জের পুরনো ভিডিয়ো এখন ভাইরাল

আরও পড়ুন- Viral Video: কুকুরের হানা থেকে বাঁচতে মরে যাওয়ার অভিনয় হাঁসের, ভিডিয়ো নেটাগরিকদের মন জিতল!