জলের তলায় জিমন্যাস্টিক! ইনস্টাগ্রামে ভাইরাল মিয়ামি-র তরুণীর ভিডিয়ো

Sohini chakrabarty |

Apr 08, 2021 | 4:09 PM

নিজের ইনস্টাগ্রামে জলের তলায় নাচের ভিডিয়ো হামেশাই পোস্ট করেন Kristina। এবার শেয়ার করেছেন জিমন্যাস্টিকের ভিডিয়ো। সময়ের সঙ্গে সঙ্গে হু হু করে বাড়ছে Kristina- র ভিডিয়োর ভিউ।

জলের তলায় জিমন্যাস্টিক! ইনস্টাগ্রামে ভাইরাল মিয়ামি-র তরুণীর ভিডিয়ো
'আন্ডারওয়াটার জিমন্যাস্টিক' অর্থাৎ হলের তলায় জিমন্যাস্টিক দেখিয়েছেন Kristina Makushenko।

Follow Us

জিমন্যাস্টিক দেখতে কার না ভাললাগে… অদ্ভুত কায়দায় শারীরিক কসরত করেন জিমন্যাস্টরা। সাধারণ মানুষের কাছে যা কার্যত অসম্ভব, ঠিক সেইসবই কী অনায়াসে করে দেখান তাঁরা। তবে প্রতিটি জিমন্যাস্টিকই কিন্তু বেশ কষ্টকর এবং যথেষ্ট বিপজ্জনক। জিমন্যাস্টরা অবশ্য সব কসরতেরই সঠিক নিয়ম-কানুন জানেন। তবুও অনেকসময়েই সামান্য অসাবধানতার জন্য ঘটে যায় মারাত্মক বিপদ।

তবে এবার যা ঘটেছে তা দেখে নেটিজ়েনরা বলছেন ‘ভয়ঙ্কর সুন্দর’। একই সঙ্গে অভিভূত হয়েছেন নেটিজ়েনরা। সেই সঙ্গে চমকেও উঠেছেন। কারণ এবার ‘আন্ডারওয়াটার জিমন্যাস্টিক’ অর্থাৎ হলের তলায় জিমন্যাস্টিক দেখিয়েছেন Kristina Makushenko। মিয়ামির এই ব্লগারের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল ইনস্টাগ্রামে। জানা গিয়েছে, Kristina Makushenko আসলে একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। artistic swimming- এ অসামান্য দক্ষতা রয়েছে তাঁর।

সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন Kristina। সেখানে দেখা গিয়েছে, জলের তলায় নিখুঁত ভাবে ‘রিদমিক জিমন্যাস্টিক’ করছেন তিনি। প্রপ হিসেবে হাতে নিয়েছেন একটা লম্বা ফিতে। ব্যাকগ্রাউন্ডে বাজছে আমেরিকান শিল্পী Billie Eilish- এর জনপ্রিয় গান Khalid। গানের সঙ্গে একদম জমে গিয়েছে Kristina- র জিমন্যাস্টিকের মুড। ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে Kristina লিখেছেন, ‘আন্ডারওয়াটার রিদমিক জিমন্যাস্টিক্স’।

আরও পড়ুন- সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে মুকুট নিয়ে কাড়াকাড়ি! দেখুন ভিডিয়ো

নিজের ইনস্টাগ্রামে জলের তলায় নাচের ভিডিয়ো হামেশাই পোস্ট করেন Kristina। এবার শেয়ার করেছেন জিমন্যাস্টিকের ভিডিয়ো। সময়ের সঙ্গে সঙ্গে হু হু করে বাড়ছে Kristina- র ভিডিয়োর ভিউ।

Next Article