Viral Post: রেস্তোরাঁয় আপনার পছন্দের খাবার পরিবেশন করবে ‘ওয়েটার’ বাঁদর, কোথায় জানেন?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Dec 09, 2023 | 7:39 PM

Latest Viral Post: রেস্তোরাঁর মালিক ওতসুকা ডেইলি মেইলকে জানান, বানরগুলো তার পরিবারের মতোই তার কাছের। কখনও কখনও তারা অতিথিদের আপ্যায়ন করার জন্য নাচও করে। বানররাও অতিথিদের হাত পরিষ্কার করার জন্য তোয়ালে নিয়ে আসে। রেস্তোরাঁর বানররা ক্রেতাদের ভালই খেয়াল রাখে।

Viral Post: রেস্তোরাঁয় আপনার পছন্দের খাবার পরিবেশন করবে ওয়েটার বাঁদর, কোথায় জানেন?

Follow Us

একবার ভাবুন, একটি রেস্তোরাঁয় খেতে বসেছেন, আর আপনার অর্ডার করা খাবারগুলি নিয়ে আসছে একটি বাঁদর। শুনেই চমকে উঠলেন তো? আদতেই এমনটা হয় জাপানের একটি রেস্তোরাঁয়। সেখানে এমন একটি রেস্তোরাঁ রয়েছে, যেখানে ওয়েটার হিসেবে একটি বাঁদর কাজ করে। অর্থাৎ বাঁদরটি আপনার থেকে অর্ডার নিয়ে যাবে, আর তারপরে আপনার পছন্দ মতো সেই খাবারগুলি নিয়ে আসবে বাঁদর। রেস্তোরাঁ জাপানের একটি রেস্তোরাঁ আসলে বাঁদরদের ওয়েটার হিসাবে নিয়োগ করেছে এবং তারা বেতন হিসাবে কলা পায়। এখানে বাঁদররা চেকার্ড শার্ট এবং কালো স্কার্ট পরে। তাদের দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।

বাঁদররা জাপানি রেস্তোরাঁ কায়াবুকিয়া ট্যাভার্নে বিয়ার এবং অন্যান্য সুস্বাদু খাবার পরিবেশন করে। বিনিময়ে ক্রেতারা বানরকে সেদ্ধ সয়াবিন দেয়। বানরগুলো মূলত কায়াবুকিয়া রেস্টুরেন্টের মালিক কাওরু ওতসুকার পোষা প্রাণী ছিল। তাদের বাঁদররা কখনই কোন অন্যায় করে না। সব সময় তার কথা মেনেই কাজ করে। কায়াবুকিয়া রেস্তোরাঁর বাঁদরগুলি তাদের ব্যবহারে গ্রাহকদের মন জয় করে নেয়। তারা সত্যিই এত ভাল আচরণ করে, যে আপনি অবাক হয়ে যাবেন তা দেখলে।

বানরগুলিকে ভালোভাবে দেখাশোনা করা হয়। কায়াবুকিয়া রেস্তোরাঁর এই অনন্য ধারণা সারা বিশ্ব থেকে মানুষদের আকর্ষণ করে। ক্রেতারা বানরের সঙ্গে ছবি তোলেন। রেস্তোরাঁর মালিক ওতসুকা ডেইলি মেইলকে জানান, বানরগুলো তার পরিবারের মতোই তার কাছের। কখনও কখনও তারা অতিথিদের আপ্যায়ন করার জন্য নাচও করে। বানররাও অতিথিদের হাত পরিষ্কার করার জন্য তোয়ালে নিয়ে আসে। রেস্তোরাঁর বানররা ক্রেতাদের ভালই খেয়াল রাখে। তার জন্য়ই মানুষ এখানে আসতে পছন্দ করে।

Next Article