Viral Video: হাতির ডেরায় সিংহী দলের হানা, সন্তানকে বাঁচাতে মায়ের হার না মানা লড়াই
Lioness And Elephant Fight Video: মা হাতিকে তার সন্তানকে বাঁচানোর জন্য এমনই হৃদয়বিদারক পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যা দেখলে চোখে জল চলে আসতে পারে। তবে বুদ্ধি করে মা হাতি তার হার না মানা লড়াই চালিয়ে যাচ্ছিল। লক্ষণীয়ভাবে, সে প্রথম বাছুরকে আক্রমণকারী সিংহের মুখোমুখি হতে বেছে নিয়েছিল, অন্য বাচ্চাকে মুহূর্তের জন্য নিরাপত্তাহীন রেখেছিল। সিংহরা এই দুর্বলতাকে পুঁজি করে দ্বিতীয় বাছুরের উপর আক্রমণ শুরু করে।
জঙ্গলের কত ঘটনাই তো আমাদের নজর এড়িয়ে যায়। সেদিনের অ্যানিম্যাল প্ল্যানেট বা আজকের সোশ্যাল মিডিয়ার দৌলতেই জঙ্গলের নানাবিধ ভিডিয়ো আমাদের নজরে আসে। সম্প্রতি জঙ্গলের সেরকমই একটি নাটকীয় মুহূর্ত নেটিজ়েনদের নজর ঘুরিয়ে দিয়েছে। দুটি বাচ্চা হাতিকে ঘিরে ধরেছিল একদল সিংহী। সন্তানকে বাঁচাতে ওই হস্তিশাবকদের মা যে কাণ্ডটা ঘটাল, তা দেখে সত্যিই অবাক হয়ে যেতে হয়।
সিংহীরা ঠিক যে সময় ঢুকে পড়ল, হাতির মা বীরত্বের সঙ্গে তার যমজ বাচ্চাদের ঘিরে থাকা শিকারীদের হাত থেকে রক্ষা করার জন্য লড়াই করতে লাগল। সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মরিয়া হয়ে মা হাতি শেষে সিংহীদের সঙ্গে একপ্রকার অঘোষিত যুদ্ধেই নেমে যায়। তবে পরিস্থিতি মুহূর্তেই বিপজ্জনক হয়ে যায়। কারণ, একটি হস্তিশাবককে আক্রমণ প্রায় করেই ফেসেছিল একটি সিংহী।
যে বিশৃংখলা শুরু হয়েছিল, তাতে মা হাতিকে তার সন্তানকে বাঁচানোর জন্য এমনই হৃদয়বিদারক পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যা দেখলে চোখে জল চলে আসতে পারে। তবে বুদ্ধি করে মা হাতি তার হার না মানা লড়াই চালিয়ে যাচ্ছিল। লক্ষণীয়ভাবে, সে প্রথম বাছুরকে আক্রমণকারী সিংহের মুখোমুখি হতে বেছে নিয়েছিল, অন্য বাচ্চাকে মুহূর্তের জন্য নিরাপত্তাহীন রেখেছিল। সিংহরা এই দুর্বলতাকে পুঁজি করে দ্বিতীয় বাছুরের উপর আক্রমণ শুরু করে।
দুঃখজনকভাবে, মা হাতির সাহসী প্রচেষ্টা সত্ত্বেও প্রথম বাছুরটি সিংহদের কাছে আত্মসমর্পণ করেছিল। ইউটিউব ভিডিয়োটি ব্যাপক ভাইরাল হয়েছে। 483,000এরও বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। প্রচুর মানুষ নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নেটপাড়ার লোকজন মা হাতির বীরত্বের প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “একজন সাহসী মা যে কোনও কিছুর সঙ্গে লড়াই করতে পারে।”