আঁতকে ওঠার মতো একটি ভিডিয়ো ফের ব্যাপক ভাইরাল (Viral Video) হল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, ৩ বছরের মেয়েকে ভাল্লুকের সামনে ফেলে দিল মা। ঘটনাটি ঘটেছে উজবেকিস্তানের (Uzbekistan) তাসকেন্ট চিড়িয়াখানায় (Tashkent Zoo)। কোলের সন্তানকে এই ভাবে বিপদের মুখে ঠেলে দেওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সন্তানকে হত্যা করার চেষ্টার অভিযোগে ইতিমধ্যেই সেই মহিলার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
VIEWER DISCRETION IS ADVISED!
CCTV footage shows a woman throwing her daughter into a bear’s enclosure in Uzbekistan’s Tashkent Zoo.
The toddler was not harmed by the bear, but she was hospitalized with injuries due to the fall.
The woman’s motivation has remained unclear. pic.twitter.com/R5c4aDzSFA
— Press TV (@PressTV) February 1, 2022
সংবাদমাধ্যম ইস্টটুওয়েস্ট নিউজ়-এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ১৬ ফুট উঁচু থেকে বাচ্চাটিকে ফেলে দিয়েছিল তার মা। যে ভাল্লুকটার সামনে বাচ্চা মেয়েটিকে ফেলে দেওয়া হয়েছিল তার নাম জ়ুজ়ু। বীভৎস এই ভাল্লুক যথেষ্ট হিংস্র বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই একরত্তি সেখানে পড়ার সঙ্গে সঙ্গেই ভাল্লুকটি তার সামনে গিয়ে গন্ধ শুঁকতে শুরু করে দেয়।
এদিকে সংবাদমাধ্যম আউটলেট-এর একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, চিড়িয়াখানার কর্মচারীরা বাচ্চাটিকে বাঁচানোর জন্য ছুটে যায় এবং প্রথমেই তাঁরা ভাল্লুকটিকে প্রলুব্ধ করতে সক্ষম হয়। ১৬ ফুট উচ্চতা থেকে বাচ্চা মেয়েটি পড়ে যাওয়ার ফলে তার শরীরে বেশ কিছু জায়গায় আঘাত লেগেছে, কেটেও গিয়েছে বেশ কিছু জায়গা। তবে ভাল্লুকটি বাচ্চাটিকে আক্রমণ করেনি বলেই রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে।
বাচ্চাটির মা’কে গ্রেফতার করা হয়েছে এবং খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। ন্যক্কারজনক এই কাজে দোষী সাব্যস্ত হলে ওই মহিলাকে ১৫ বছরের কারাবাসের শাস্তি দেওয়া হতে পারে। ঘটনার সিসিটিভি ফুটেজটি নেটমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। আর সেই ভিডিয়োতে কোলের সন্তানের উপরে মায়ের এমন অত্যাচার দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব।
তাসকেন্ট চিড়িয়াখানার একজন কর্মচারী এই বিষয়ে বললেন, “একজন কম বয়সী মহিলা চিড়িয়াখানার প্রত্যেক দর্শকের সামনে তার ছোট্ট মেয়েকে বাদামি রঙের একটি ভাল্লুকের খাঁচার সামনে ফেলে দেয়। কী কারণে এই কাণ্ড তিনি ঘটালেন, সে বিষয়ে এখনও পর্যন্ত পরিষ্কার হওয়া যায়নি।” আরও যোগ করে তিনি বললেন, “দর্শনার্থী এবং চিড়িয়াখানার অন্যান্য কর্মচারীরা মহিলাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু সকলেই ব্যর্থ হন শেষ পর্যন্ত।”
আরও পড়ুন: Viral Video: ‘কাঁচা বাদাম’ গানে পর্তুগিজ বাবা-মেয়ের নাচ! ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিয়ো