Viral Video: এ যেন বাস্তবের টম অ্যান্ড জেরি! সামনে বসে লোমশ বিড়াল, প্রাণভিক্ষা ইঁদুরের

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 24, 2023 | 1:09 PM

Latest Viral Video: এই মজার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে gelak_sakan.my নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত 3 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে, অন্যদিকে দেড় লাখেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছে ইঁদুরের এমন অভিব্যক্তি দেখে।

Viral Video: এ যেন বাস্তবের টম অ্যান্ড জেরি! সামনে বসে লোমশ বিড়াল, প্রাণভিক্ষা ইঁদুরের

Follow Us

সোশ্য়াল মিডিয়ায় প্রায়শই এমন কিছু ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে হাসি চেপে রাখা দায় হয়ে যায়। এবার তেমনই একটি বিড়াল আর ইঁদুরের ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার ‘টম অ্যান্ড জেরি’ কার্টুনের কথা মাথায় আসবে। মনে হবে যেন টিভির স্ক্রিন থেকে বাইরে বেরিয়ে এসেছে জনপ্রিয় সেই বিড়াল এবং ইঁদুর। ভাবছেন তো ভাইরাল হওয়া ভিডিয়োয় কী দেখা যাচ্ছে? বর্তমানে, একটি বিড়াল এবং একটি ইঁদুরের একটি মজার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে একটি বিড়ালকে দেখে দেওয়ালের সঙ্গে ভয়ে একেবারে চিপকে গিয়েছে একটি ইঁদুর। আর বিড়ালটি তাকে দেখে কিছুই করছে না। কিন্তু ইঁদুরটিকে দেখে আপনার মুখে হাসি আসতে বাধ্য।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি সাদা বিড়াল বসে আছে এবং তার সামনে একটি ইঁদুর ভয়ে দেওয়ালের কোণে লুকিয়ে আছে। তার অভিব্যক্তি দেখে মনে হচ্ছে সে খুব ভয় পেয়েছে এবং চিৎকার করার চেষ্টা করছে। একটি হিংস্র বন্য প্রাণীকে দেখে মানুষ যেভাবে আতঙ্কিত হয়, এই দৃশ্যটি ঠিক সেই রকমই। এই ভাইরাল ভিডিয়োটি কোথাকার, সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে যে ব্যক্তি এটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার প্রোফাইল এবং ভাষা দেখে মনে হচ্ছে এই ভিডিয়োটিমালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই বা সিঙ্গাপুরের হতে পারে।


এই মজার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে gelak_sakan.my নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত 3 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে, অন্যদিকে দেড় লাখেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছে ইঁদুরের এমন অভিব্যক্তি দেখে। এক ব্যক্তি কমেন্টে লিখেছে, “এরা আসল টম অ্যান্ড জেরি। দেখতে কী মিষ্টি লাগছে।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছে, “বিড়ালটিকে দেখে একেবারেই মনে হচ্ছে না ও কোনও ক্ষতি করবে।”

Next Article