Viral Video: সমুদ্রের নিচে ‘আন্ডারওয়াটার হোটেল’, কীভাবে থাকবেন সেখানে? ভাড়া কত জানলে চমকে যাবেন!
Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে আপনি চমকে উঠবেন। মাঝ সমুদ্র, তারই নীচে কাচে মোড়া একটি হোটেল। বেডরুমে শুয়ে আপনি সামুদ্রিক মাছ দেখতে পারবেন। আপনার কাছে এই সব কিছুই কাল্পনিক মনে হলেও, বাস্তবে এমন একটি হোটেল রয়েছে।
Viral Video Today: ঘুরতে গিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর হোটেলে থেকেছেন। কিন্তু কখনও কি জলের তলায় কোনও হোটেল দেখেছেন? সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে আপনি চমকে উঠবেন। মাঝ সমুদ্র, তারই নীচে কাচে মোড়া একটি হোটেল। বেডরুমে শুয়ে আপনি সামুদ্রিক মাছ দেখতে পারবেন। আপনার কাছে এই সব কিছুই কাল্পনিক মনে হলেও, বাস্তবে এমন একটি হোটেল রয়েছে। আপনি যদি মনে করেন এটা নিছক কল্পনা তাহলে তা নয়। এমনই একটি হোটেল মালদ্বীপে অবস্থিত। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারপার্সন আনন্দ মাহিন্দ্রা টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, তাতে এই হোটিলটিকে দেখে নেটিজেনরা হতবাক।
ভাইরাল হওয়া ভিডিয়োয় যে হোটেলটি দেখা যাচ্ছে, তা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16 ফুট নীচে তৈরি করা হয়েছে। এই বেডরুমে টেবিল, চেয়ার, বিছানা, লাইট, চার্জিং পয়েন্ট সহ প্রয়োজনীয় সমস্ত জিনিসই রয়েছে। ঘরের দেয়াল স্বচ্ছ কাঁচের। আপনি এখানে শুয়েই সমুদ্রে সাঁতার কাটতে থাকা মাছগুলিকে খুব কাছ থেকে দেখতে পাবেন। ভিডিয়ো শুরু হতেই আপনার মনে হবে, ঘরের ভিতর শুধুই জলে ভর্তি। কিন্তু তেমনটা নয়। জলে আলো পড়েছে বলে এমনটা মনে হচ্ছে।
The Muraka was the Maldives’ and the world’s, very first underwater hotel suite. I was sent this post with a suggestion that a stay here would ensure the most relaxed weekend rest. To be honest, I don’t think I would get a wink of sleep…I would stay awake looking for cracks in… pic.twitter.com/CkqUPNlPJs
— anand mahindra (@anandmahindra) August 12, 2023
আনন্দ মাহিন্দ্রা জানিয়েছেন, মালদ্বীপে অবস্থিত এই হোটেলের নাম ‘দ্য মুরাকা’, যা বিশ্বের প্রথম আন্ডারওয়াটার হোটেল। মুরাকা 2018 সালের নভেম্বর মাসে খোলা হয়েছিল। সমুদ্রের 16 ফুট নীচে এই আন্ডারওয়াটার হোটেলটি তৈরি করা হয়েছে। এখানে এক রাত থাকার খরচ 50,000 ডলার অর্থাৎ প্রায় 41 লক্ষ টাকা। তিনি বলেন, তিনি এখানে একটি রাতও কাটাতে চান না। কারণ তার মনোযোগ কেবল কাঁচের দেওয়ালে থাকবে এবং তিনি ভাবতে থাকবেন যে এটি ফেটে গেলে কী হবে। এই ভিডিয়ো দেখে অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “আমার ভেবেই অবাক লাগছে কেউ এর মধ্যে কীভাবে থাকবে। আর অক্সিজেনের ব্যবস্থা রয়েছে নিশ্চয়ই?”