Latest Viral Video: সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় এমন অনেক কিছু দেখতে পাওয়া যায় বা জানা যায় যা মানুষকে হতবাক করে। যা কখনও কখনও মজার এবং কখনও কখনও খুব ভীতিজনক। ধরুন আপনি আপনার বাড়ির সামনে গাড়ি পার্ক করতে গেলেন আর আকটি মস্ত বড় ঘড়িয়ালের দেখা পেলেন। শুনেই কেমন শিউরে উঠলেন না? তাহলে ভাবুন তো বাস্তবে হলে কেমন হবে। আসলেই বাস্তবে এমনটা ঘটেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা বেশ ভয়ঙ্কর। FOX নিউজের প্রতিবেদন অনুযাযী, এক ব্যক্তি তার বাড়ির কাছের পার্কিং এলাকায় একটি ঘড়িয়াল দেখতে পান। যা দেখে তিনিও হতবাক হয়েছিলেন। পুরো বিষয়টি নিউ জার্সির। ছবিটি দেখার পর আপনিও চমকে উঠবেন।
মনমাউথ কাউন্টি সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস (Monmouth County Society For The Prevention Of Cruelty To Animals) অনুসারে, 15 জানুয়ারি নিউ জার্সির বাসিন্দা অ্যাঞ্জেল রোজারি পার্কিং লটে একটি ঘড়িয়াল খুঁজে পান। সেটি প্লাস্টিকের স্টোরেজ কন্টেইনারের মধ্যে ছিল। যখন তিনি কন্টেইনারটি খোলেন, তখন তিন ফুট লম্বা একটি ঘড়িয়ালের দেখা পান। তারপর অ্যানিমাল কন্ট্রোলকে ফোন করে ঘড়িয়াল সম্পর্কে জানান। তারপর মনমাউথ কাউন্টি সোসাইটি এসে ঘড়িয়ালটিকে উদ্ধার করে।
প্রতিবেদন অনুযাযী, ঘড়িয়ালটিকে শীঘ্রই মাছ ও বন্যপ্রাণীর নিউ জার্সি বিভাগে পাঠানো হবে। মনমাউথ কাউন্টি এসপিসিএ-র পরিচালক রস লিসিট্রা একটি বিবৃতিতে বলেছেন, “নিউ জার্সির বাসিন্দাদের জন্য অ্যালিগেটর বা কেম্যান রাখা বেআইনি, যেগুলি সম্ভাব্য বিপজ্জনক প্রজাতি হিসাবে বিবেচিত হয়। এটি শুধু মানুষের জন্য বিপজ্জনক নয়। বরং, বন্দী অবস্থায় এই প্রাণীদের বিশেষ যত্নের প্রয়োজন হয়।”