AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: বিয়ের পরক্ষণেই নবদম্পতির হাতাহাতি! প্রেমের সপ্তাহে এই ভিডিয়ো মন কাড়ল নেটাগরিকদের

মালাবদল করার কিছুক্ষণ পরেই নবদম্পতিকে দেখা গেল খানিক হাতাহাতি করতে! হাতাহাতি শুনে সিরিয়াস মনে হতে পারে! তবে তা কিন্তু মজার ছলেই। এই ভিডিয়ো নেটাগরিকদের মুগ্ধ করেছে।

Viral Video: বিয়ের পরক্ষণেই নবদম্পতির হাতাহাতি! প্রেমের সপ্তাহে এই ভিডিয়ো মন কাড়ল নেটাগরিকদের
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 11:19 PM
Share

বিশ্বজুড়ে চলছে ভ্যালেন্টাইন সপ্তাহ (Valentine Week)। সাত দিনে সাত রকমের প্ল্যান সাজিয়ে রেখেছেন বিশ্বব্যাপী প্রেমিক-প্রেমিকারা। আর এমনই প্রেমের সপ্তাহে অনেকে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। এমনই এক পরিস্থিতিতে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল (Viral Video) হয়েছে। মজাদার একটি ভিডিয়ো, যা ঠিক বিয়ের পরক্ষণেরই। মালাবদল করার কিছুক্ষণ পরেই নবদম্পতিকে (Newly Married Couple) দেখা গেল খানিক হাতাহাতি করতে! হাতাহাতি শুনে সিরিয়াস মনে হতে পারে! তবে তা কিন্তু মজার ছলেই। এই ভিডিয়ো নেটাগরিকদের মুগ্ধ করেছে।

View this post on Instagram

A post shared by ||•__couple__official__•|| (@couple_official_page)

ভিডিয়োতে দেখা গিয়েছে, সদ্য বিবাহিত এই বর-কনে বিয়ের পরের আচার-অনুষ্ঠানে ব্যস্ত। কনে শ্বশুরবাড়ি আসার পরেই যে অনুষ্ঠানগুলি হয়ে থাকে মূলত, তেমনই একটা অনুষ্ঠান। রীতি অনুযায়ী, দম্পতিকে দুধ এবং জল ভর্তি একটি পাত্রে আংটি এবং মুদ্রা খুঁজে বের করতে হয়। দুজনের মধ্যে যিনি প্রথম খুঁজে পাবেন, তিনিই হবেন বিজয়ী। এখানেও সেই একই রীতি পালিত হল।

কিন্তু সেই খোঁজাখুঁজির পালা যখন চলছে, তখন দেখা গেল দুধ ও জল ভর্তি পাত্রের ভিতরে হাত ভরেই হাতাহাতি করলেন নম্বদম্পতি। ভিডিয়োতে দেখা গিয়েছে, জিনিসটি বরের হাতে আসে, আর কনে সেটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। যদিও তাতে লাভের লাভ কিছুই হয়নি। কারণ, বর পুরো শক্তি প্রয়োগ করেন এবং হাত থেকে ওই জিনিসটি কিছুতেই ছাড়তে চান না।

ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে কাপল অফিসিয়াল পেজ নামক একটি হ্যান্ডেল থেকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে এবং ভালোবাসা দিবস উপলক্ষে লোকেরা এটিকে ভীষণভাবে লাইক ও শেয়ার করছেন। প্রচুর মানুষ ইতিমধ্যেই এই দেখে ফেলেছেন। ভিডিয়োতে লাইক পড়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার। কমেন্টও হয়েছে প্রচুর। আর সেই সংখ্যাগুলি ক্রমশ বেড়েই চলেছে।

আরও পড়ুন: Viral Video: কাঁচা বাদাম গানে নাচ আল্লু অর্জুন কন্যার, ‘আমার ছোট্ট বাদাম’, বললেন অভিনেতা

আরও পড়ুন: Viral Video: ৮ তলায় শাড়ি পড়ে গিয়েছে, ৯ তলা থেকে ছেলেকে বেডশিটে ঝুলিয়ে আনতে পাঠালেন মা, তারপর…

আরও পড়ুন: Viral Video: ৪০ ঘণ্টারও বেশি সময় পর পাহাড়ের খাঁজ থেকে উদ্ধার যুবক! দেখুন রুদ্ধশ্বাস ভিডিয়ো