Viral Video: ‘আর কী দেখতে হবে!’ ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে এবার ফুচকাও বিক্রি হচ্ছে, যাত্রীরা সাবাড় করছেন নিমেষে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 19, 2023 | 9:17 AM

Viral Video Today: বাঙালির প্রিয় সেই ফুচকা যদি লোকাল ট্রেনেও বিক্রি হয়, কেমন হয় বলুন তো তাহলে? মন্দ কেন, বড়ই ভাল হয়। ইনস্টাগ্রামের একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে (Local Train) ফুচকা বিক্রি হচ্ছে।

Viral Video: আর কী দেখতে হবে! ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে এবার ফুচকাও বিক্রি হচ্ছে, যাত্রীরা সাবাড় করছেন নিমেষে
লোকাল ট্রেনেও ফুচকা।

Follow Us

Latest Viral Video: এই সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন আমরা কত কিছুই না দেখি! আবার এমন অনেক কিছু দেখতেও পাই না। ভাল কনটেন্ট হওয়া সত্ত্বেও সেই সব ভিডিয়ো থেকে যায় লোকচক্ষুর অন্তরালেই। তবে, এত সবের মাঝে যে ভিডিয়ো আমাদের সবথেকে মনপসন্দ হয়, তা আমরা অন্যদের সঙ্গে শেয়ারও করেনি। সেরকমই একটা ভিডিয়ো খুব সম্ভবত আপন এবার অন্যদেরও পাঠাতে চলেছেন। ফুচকা মানেই আম-বাঙালির কাছে আলাদা একটা উন্মাদনা। এমন অনেকেই আছেন, ফুচকার (Phuchka) নাম শুনলেই যাঁদের জিহ্বায় জল আসে। এখন বাঙালির প্রিয় সেই ফুচকা যদি লোকাল ট্রেনেও বিক্রি হয়, কেমন হয় বলুন তো তাহলে? মন্দ কেন, বড়ই ভাল হয়। ইনস্টাগ্রামের একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে (Local Train) ফুচকা বিক্রি হচ্ছে।

এখন আপনার মনে প্রশ্ন তৈরি হতেই পারে, ট্রেনটা কি দিনের বেলায় যাচ্ছিল নাকি রাতে? রাত্রিবেলায় সেই ট্রেন চলছি। কীভাবে বোঝা গেল বলুন তো? ট্রেনের ভিতরের লাইটগুলো সেই সময় চলছিল। তবে রাতের ট্রেনে যদি ফুচকা বিক্রি তাহলে মন্দ কীসের বলুন তো! রাতের ট্রেন মানেই মানুষ সারাদিনের দৌড়ঝাঁপ পর্ব মিটিয়ে বাড়ি ফিরছেন। অনেকের ক্ষেত্রে আবার দেখা যায়, দুটো স্টপেজ পরেই তাঁদের কলেজ। সেই তাঁরা কলেজ থেকে ফেরার পথে যেমন ট্রেনেই ফুচকা খেতে পারবেন। তেমনই আবার অনেকে টিউশনও পড়তে যান, তাঁরাও ঠিক একই ভাবে ফুচকা খেতে পারেন।


ইনস্টাগ্রামে Funny Sandip নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখে ফেলেছেন। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘আর কী-কী দেখতে হবে ভগবান।’ সেখানে নেটিজ়েনদের অনেকেই মজাদার কিছু মন্তব্য করেছেন।

একজন তো ভিডিয়োটা দেখা মাত্রই বলছেন, ‘ওয়াও! ট্রেনে চাপলে এবার ফুচকাও খেতে পারব।’ দ্বিতীয় জন যোগ করলেন, ‘ফুচকা অন হুইলস।’ তৃতীয় জন একটু খোঁটা দিয়েই বলেছেন, ‘ট্রেনে মনে হয় খুব একটা যাতায়াত করেন না। আর তাই হয়তো জানেন না, ভেন্ডরের ভিতরে ফুচকা থেকে সবজি সব চলতে থাকে। কারও পেশা নিয়ে এভাবে মজা করা উচিত নয়।’

Next Article